×

আন্তর্জাতিক

ইউরোপের দীর্ঘস্থায়ী লকডাউন তুলে নিচ্ছে ইতালি

Icon

nakib

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২০, ০৩:৩২ পিএম

ইউরোপের দীর্ঘস্থায়ী লকডাউন তুলে নিচ্ছে ইতালি

ইতালি

করোনা ভাইরাস প্রতিরোধে ৭ সপ্তাহ আগে কঠোর লকডাউন আরোপ করে ইতালি। যা ইউরোপের মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী লকডাউন। আগামী ৪ মে থেকে দেশটিতে অবরোধ শিথিল করা হবে বলে জানান দেশটির প্রধানমন্ত্রী গোসেপ কন্টে। পার্ক, কারখানা ও নির্মাণ কাজ চালু করা হলেও সেপ্টেম্বর পর্যন্ত স্কুল বন্ধ থাকবে।

দেশটিতে গত এক সপ্তাহে সবচেয়ে কম আক্রান্তের সংখ্যা পাওয়ার পর এ সিদ্ধান্ত নেয়া হয়। গতকাল রবিবার (২৬ এপ্রিল) দেশটিতে করোনায় মৃত্যু হয় ২৬০ জনের যা গত ১৪ মার্চের পর সবচেয়ে কম। তবে দেশটিতে মোট ২৬ হাজার ৬৪৪ জনের মৃত্যু হয়েছে যা ইউরোপের মধ্যে সর্বোচ্চ। দেশটিতে এ পর্যন্ত প্রায় ২ লাখ করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

উল্লেখ্য, ইউরোপের মধ্যে স্পেন এবং সুইজাল্যান্ডও তাদের লকডাউন শিথিল করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App