×

জাতীয়

১২ লাখ টাকা জরিমানাসহ ২ হাজার কেজি খেজুর জব্দ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২০, ০৯:১৫ পিএম

১২ লাখ টাকা জরিমানাসহ ২ হাজার কেজি খেজুর জব্দ
মেয়াদোত্তীর্ণ ও পঁচা খেজুর পূনরায় প্যাকেটজাত করে বাজারজাত করায় দুটি প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা করাসহ ২ হাজার কেজি খেজুর জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। রাজধানীর বাদামতলী ফলের আড়তের ওই অভিযানে জরিমানা করাসহ একটি গোডাউন সীলগালা করেও দেয়া হয়। রবিবার (২৬ এপ্রিল) র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। র‌্যাবের এ নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোরের কাগজকে বলেন, ইফতারিতে খেজুর একটি অপরিহার্জ উপাদান। রোজা এলেই একটি চক্র অতি মুনাফার আশায় নষ্ট ও মানহীণ খেজুর বাজারজাতের চেষ্টায় থাকে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০ এর সহায়তায় গতকাল অভিযান চালানো হয়। সে সময় দেখা যায় বাদামতলীর মেসার্স রাফিয়া এন্টারপ্রাইজ ও মনির এন্টারপ্রাইজ নামক দুটি প্রতিষ্ঠান মানহীন ও মেয়াদোত্তীর্ণ খেজুর মজুদ করেছে। তাই প্রতিষ্ঠান দুটিকে ১২ লাখ টাকা জরিমানা করাসহ ২ টন খেজুর জব্দ ও একটি গোডাউন সীলগালা করা হয়। তবে এবার বাজার পরিদর্শনে মনে হলো সার্বিকভাবে মানের দিক দিয়ে আগের বছরের তূলনায় অনেকটা উন্নতি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App