×

ক্রিকেট

যুবরাজের কাছে ব্রডের বাবা, কিন্তু কেন?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২০, ০৫:১৯ পিএম

যুবরাজের কাছে ব্রডের বাবা, কিন্তু কেন?

যুবরাজ সিং-স্টুয়ার্ট ব্রড

২০০৭ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে স্টুয়ার্ট ব্রডের ১ ওভারের সবগুলো বলে ছক্কা হাঁকিয়েছিলেন ভারতের যুবরাজ সিং। বিবিসির সঙ্গে এক আলাপচারিতায় যুবরাজ জানিয়েছেন, পরের দিন স্টুয়ার্ট ব্রডের বাবা ক্রিস ব্রড তার কাছে এসেছিলেন আর নিজের ছেলের জন্য যুবরাজের অটোগ্রাফ দেয়া একটা জার্সি নিয়ে গিয়েছিলেন তিনি। যুবরাজ বলেন, ‘ ব্রডের বাবা এরপরের দিন আমার কাছে এসেছিলেন। তিনি ম্যাচ রেফারি হিসেবে কাজ করছিলেন। তিনি এসে আমার কাছে বলেন, তুমি তো আমার ছেলের ক্যারিয়ারই ধ্বংস করে দিয়েছিলে প্রায়। এজন্য তোমাকে ব্রডের জন্য একটি অটোগ্রাফসহ জার্সি উপহার দিতে হবে।’ যুবরাজ আরও বলেন, ‘‘ আর তাই আমি তাকে আমার ভারতের জার্সিটি দিই। আর সেই জার্সিতে ব্রডের জন্য একটি বার্তাও লিখে দিই। বার্তাটি ছিল ‘আমি একবার বল করে এক ওভারে ৫টি ছক্কা খেয়েছিলাম। আর আমি জানি এর বেদনা কেমন। তোমার জন্য শুভকামনা।’ বিবিসির সঙ্গে যুবরাজ আরও জানান যে, ব্রড আসলেই খুব ভাগ্যবান ছিল। কারণ সে যদি ইংল্যান্ডের না হয়ে ভারতের বোলার হতো, তাহলে হয়তো এত লম্বা সময় ধরে তাকে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যেত না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App