×

সারাদেশ

বৃষ্টিতে ভিজে রোজাদারদের দুয়ারে তিলোত্তমা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২০, ১১:২২ পিএম

বৃষ্টিতে ভিজে রোজাদারদের দুয়ারে তিলোত্তমা

ছাত্রলীগ নেত্রী তিলোত্তমা সিকদার।

বৃষ্টিতে ভিজে রোজাদারদের দুয়ারে তিলোত্তমা

তিলোত্তমা সিকদার

বৃষ্টিতে ভিজে রোজাদারদের দুয়ারে তিলোত্তমা

তিলোত্তমা সিকদার

বৃষ্টিতে ভিজে রোজাদারদের দুয়ারে তিলোত্তমা

তিলোত্তম শিকদার।

সারাদেশ এখন করোনা আতঙ্কে নীরব। নেই কোনো জনসমাগম। এমনকি করোনা রোগীকে কবর দিতেও আতঙ্কিত সবাই। আর এই করোনা ভাইরাস মহামারির মধ্যেই শুরু হয়েছে রমজান মাস। ফলে ইফতার সামগ্রী সংগ্রহে বিপাকে সাধারণ মানুষ।

সাধারণ মানুষের কষ্ট লাঘবের জন্য এবার বৃষ্টিতে ভিজে নিজের হাতে তৈরি করা ইফতার সামগ্রী বিতরণ করেছেন হিন্দু সম্প্রদায়ের তরুণী তিলোত্তমা সিকদার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও ডাকসুর সদস্য।

[caption id="attachment_217323" align="alignnone" width="816"] তিলোত্তমা সিকদার।[/caption]

রবিবার (২৬ এপ্রিল) বিকেলে বরিশাল শহরে প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে তিনি ভাসমান ও শ্রমজীবী মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেন। ইফতার সামগ্রী বিতরণের ছবি নিজের ফেসবুকে আপলোড দিয়ে তিনি লিখেছেন, বাহিরে প্রচণ্ড বৃষ্টি থাকা সত্বেও তৈরি খাবার নষ্ট হবে পাশাপাশি ওই কর্মহীন মানুষদের কথা ভেবে রমজানের দ্বিতীয় দিনে ইফতার নিয়ে ভাসমান, খেটে খাওয়া মানুষগুলোর দ্বারে দ্বারে।

[caption id="attachment_217328" align="alignnone" width="960"] তিলোত্তমা শিকদার[/caption]

তিলোত্তমা জানান, করোনার মধ্যে এবার রমজানের আগের চেয়ে ভিন্ন। এ অবস্থায় করোনার সংকটের কারণে অনেকের বাসায় ইফতারের ব্যবস্থা নেই। অনেকের ঘরে খাবার নেই। আবার লকডাউনের কারণে রাস্তাঘাটে যত্রতত্র দোকানও বসে না।

তাই প্রথম রমজান থেকে বাসায় ইফতার তৈরি করে রাস্তায় বের হয়েছি। নিজের তৈরি খাবার নষ্ট হবে ভেবে এবং ভাসমান, গরীব-অসহায় মানুষগুলোর কথা ভেবে বৃষ্টির মধ্যেই ইফতার সামগ্রী বিতরণ করেছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App