×

আন্তর্জাতিক

ফার্মেসিতেও করা যাবে করোনা পরীক্ষা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২০, ০৬:০৭ পিএম

ফার্মেসিতেও করা যাবে করোনা পরীক্ষা

করোনা টেস্ট

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এখন করোনা মহামারিতে মৃত্যুকূপে পরিণত হয়েছে। হাসপাতালগুলোতে রোগীর জায়গা হচ্ছে না। করোনা উপসর্গ নিয়ে থাকা লোকদের পরীক্ষা করাই কঠিন হয়েছে। এমন পরিস্থিতিতে রাজ্যটির গভর্নর সিদ্ধান্ত নিয়েছেন বেশি করে করোনা পরীক্ষার জন্য ফার্মেসিগুলোকে অনুমোদন দেয়া হবে।

ইতোমধ্যে নিউইয়র্ক রাজ্যজুড়ে পাঁচ হাজার ফার্মেসিকে অনুমোদন দেয়া হয়েছে। গভর্নর আশা করছেন, এতে দৈনিক ৪০ হাজার মানুষের পরীক্ষা করা সম্ভব হবে। এখন থেকে অনুমোদন পাওয়া ফার্মেসি বা ওষুধের দোকানেও করোনার পরীক্ষা করা যাবে।

যুক্তরাষ্ট্রে মৃতদের তিন ভাগের একভাগই নিউইয়র্ক শহরের। এমন ভয়ানক পরিস্থিতির মধ্যে রাজ্য গভর্নর এ সিদ্ধান্ত নেন। এছাড়া তিনি নগরবাসীকে লকডাউন মেনে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App