×

জাতীয়

করোনা মোকাবেলায় শেখ হাসিনার পদক্ষেপের প্রশংসা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২০, ০৮:১২ পিএম

করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেয়া পদক্ষেপের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিজনেস ম্যাগাজিন ফোর্বস। ১৬ কোটিরও বেশি মানুষের দেশ বাংলাদেশ বিভিন্ন সংকট মোকাবিলার ক্ষেত্রে এক পরিচিত নাম বলেও ম্যাগাজিনটির এক নিবন্ধে উল্লেখ করা হয়। বিশ্ব অর্থনৈতিক ফোরাম জানিয়েছে, করোনাভাইরাস মোকাবিলায় তড়িৎ সিদ্ধান্ত নেয়ার যে ক্ষমতা শেখ হাসিনা দেখিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। কারোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ায় বাংলাদেশ ফেব্রুয়ারির শুরুতে চীন থেকে বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনা শুরু করে। মার্চের শুরুর দিকে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্তকরণের পরে প্রধানমন্ত্রী সব শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেন। এছাড়া সব ব্যবসায়িক কাজ অনলাইনে করার ওপর জোর দেন। নিবন্ধে বলা হয়, কোভিড-১৯ মোকাবিলায় প্রধানমন্ত্রী প্রযুক্তির ব্যবহারকে ত্বরান্বিত করেছিলেন। দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে করোনাভাইরাস শনাক্তকরণ ডিভাইস স্থাপন করে সাড়ে ছয় লাখ লোকের স্ক্রিনিং করার ব্যবস্থা করেছেন। এরপর ৩০ হাজার লোককে তাৎক্ষণিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়, যা যুক্তরাজ্যের মতো দেশ এখনও করতে পারছে না। প্রতিবেদনে বলা হয়, নারীরা এখন বিশ্বজুড়ে ১৮ দেশের সাড়ে ৫৪ কোটি মানুষের নেতৃত্ব দিচ্ছেন; যাদের মধ্যে শেখ হাসিনা অন্যতম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App