×

জাতীয়

রোজাদারদের পাশে একজন রঞ্জিত ঘোষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ০৫:৩২ পিএম

রোজাদারদের পাশে একজন রঞ্জিত ঘোষ
রোজাদারদের পাশে একজন রঞ্জিত ঘোষ
রোজাদারদের পাশে একজন রঞ্জিত ঘোষ

ইফতারের খাবার বিলি করছেন রঞ্জিত ঘোষ

রমজান মুসলমানদের ইবাদতের একটি অপরিহার্য অংশ। সেহরীর খাওয়ার মধদিয়ে রোজার শুরু আর ইফতারের মধ্যদিয়ে এই শেষ হয়। মুসলমানদের এই ধর্মীয় কাজে সেচ্ছায় পাশে দাঁড়িয়েছেন ভিন্ন ধর্মাবলম্বী এক যুবক। রঞ্জিত ঘোষ নামে এই তরুণ ব্যবসায়ী রোজার প্রথমদিনে এক হাজার রোজাদারের জন্য ব্যবস্থা করেছেন ইফতারের। যার মধ্যে প্লাষ্টিকের বাটির মধ্যে ছিল পোলাও, রোষ্ট ও ডিম। শনিবার (২৫ এপ্রিল) বিকেল থেকে ট্রাকে করে ঘুরে ঘুরে তিনি নিজে হতদরিদ্র রোজাদারদের হাতে হাতে পৌছে দিয়েছেন এই খাবার। এছাড়া করোনা পরিস্থিতিতে গত এক মাসেরও বেশি সময় ধরে তিনি সাভারে সহস্রাধিক পরিবারকে চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, লবণসহ নিত্যপন্য বিতরণ করেছেন। এখনো অব্যাহত রয়েছে। এ প্রসঙ্গে সাভার ঘোষপাড়ার বাসিন্দা আর কে এন্টারপ্রাইজের মালিক রঞ্জিত ঘোষ প্রথমে কথা বলতে রাজি হননি। পরে এ প্রতিবেদককে জানান, মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। এটা চিরন্তর সত্য। এখানে জাত ধর্ম কোনো বিষয় না। এরমধ্যে করোনা ভাইরাসের কারনে বৈশ্বিক যে দুর্যোগ সৃষ্টি হয়েছে তাতে মানুষের আরো দুর্ভোগ বেড়েছে। তাই অসহায় অবস্থার মধ্যেও যেসব ইমানদার কষ্ট করে রোজা রাখছেন তাদের ইফতারের জন্য এই ক্ষুদ্র প্রয়াস মাত্র। তিনি বলেন, ব্যবসাীয়ক কাজে তাকে দেশ-বিদেশ ছুটে বেড়াতে হয়। থাকেন ঢাকায়। কিন্তু সারা বছর গোপনে সাভারে অসহায় মানুষের জন্য কাজ করেন। এক মাসের বেশী সময় ধরে তিনি নিত্যপন্য বিতরণ করছেন। তিনি নিরবে কাজ করতে চান, কোনো প্রচার চান না। আত্মতৃপ্তি থেকে গোপনে তিনি মানুষের জন্য কাজ করতে চান বলেও জানান। তিনি বলেন, কোনো কিছু পাওয়ার আশায় নয় ভাল লাগা থেকে তার এসব আয়োজন অব্যাহত থাকবে। জানা গেছে, দেশে করোনা ভাইরাসের প্রার্দুভাবের পর থেকে রঞ্জিত ঘোষ নামে এক তরুণ ব্যবসায়ী সাভারে প্রতিদিন নিত্যপণ্য প্যাকেট করে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিয়মিত বিতরণ করে আসছেন। উপজেলা প্রশাসন, পুলিশ, র‌্যাব ও জনপ্রতিনিধিদের মাধ্যমেও চলছে তার এ কার্যক্রম। গত পহেলা বৈশাখের দিন তিনি বিতরণ করেছেন এক হাজার প্যাকেট রান্না করা খাবার (খিচুড়ি, মাংস, ডিম)। রোজার শুরুতে তিনি শনিবার বিকেলে বক্সভর্তি খাবার বিতরণ করেছেন। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে রান্না করা খাবার বিতরণের জন্য তিনি চাল দিয়েছেন। প্রতিবন্দ্ধী ও পত্রিকা হকারদের জন্যও তিনি বরাদ্দ করেছেন। প্রচারবিমুখ থাকাই তার পছন্দ বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App