×

জাতীয়

দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ১১:৩৪ পিএম

মৌসুমের স্বাভাবিক লঘুচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ০৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়াও দেশের দক্ষিণাংশের কোথাও কোথাও বিজলি চমকানোসহ মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। অন্যদিকে দেশের দক্ষিণাংশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দেশের অন্যত্র দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

গত ২৪ ঘণ্টায় (সন্ধ্যা ৬টা পর্যন্ত) সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে, অন্যদিকে তাপমাত্রা সর্বোচ্চ ছিল যশোরে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় যা ছিল ৩০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App