×

জাতীয়

জাটকায় বাজার সয়লাব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ১১:৩৫ এএম

করোনা ভাইরাসের সংক্রমণরোধে দেশের অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মতো বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌপুলিশের সদস্যরাও সরকার কর্তৃক নির্দেশিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। যার ফলে নদীগুলোতে জাটকা সংরক্ষণ ও নিধনরোধে কোস্ট গার্ড ও নৌপুলিশের ঢিলেঢালা অভিযান চলছে। আর এই সুযোগে কতিপয় অসাধু জেলে দেদারছে জাটকা ইলিশ ধরে বাজারে বিক্রি করছে। ইদানীং রাজধানীর বাজারগুলো জাটকায় সয়লাব দেখা গেছে। যদিও কোস্ট গার্ড ও নৌপুলিশ কর্তৃপক্ষ বলছে, জাটকা সংরক্ষণে তারা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি রাজধানীর মালিবাগ রেললাইন সংলগ্ন মাছবাজার, রামপুরা বউবাজার, শান্তিনগর বাজার, যাত্রাবাড়ী মাছবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ২৪০ টাকা কেজি দরে ডালা সাজিয়ে বিক্রি করা হচ্ছে জাটকা ইলিশ। সস্তা হওয়ায় অনেকেই কিনে নিচ্ছে এসব জাটকা। রায়হান নামের এক জাটকা বিক্রেতা ভোরের কাগজকে বলেন, করোনায় বেকার হওয়ায় অনেক জেলে পেটের দায়ে জাটকা ধরে বিক্রি করছে। এই জাটকাগুলো চাঁদপুর থেকে আসা। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কোস্ট গার্ড সদর দপ্তরের একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, জাটকা সংরক্ষণে আগে যেমন নদীগুলো গুরুত্বপূর্ণ সব মোহনাসহ গভীর ক্যানেলগুলোতে কোস্ট গার্ড টহল দিত, সেটা এখন সেটা পারছে না। এখন শুধু প্রধান প্রধান পয়েন্টগুলোতে টহল দেয়া হচ্ছে। কারণ এমনিতেই কোস্ট গার্ডে লোকবল সংকট। তার ওপর করোনা ভাইরাসের সংক্রমণরোধে উপক‚ল এলাকার বিভিন্ন হাট-বাজার ও গ্রামে সরকার কর্তৃক নির্দেশিত বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে কোস্ট গার্ড। আবার করোনা সংক্রমণ নিয়ে সীমান্ত দিয়ে আসা রোহিঙ্গাদের প্রতিরোধ করতে হচ্ছে। এসবের পাশাপাশি জাটকা সংরক্ষণের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। এ বিষয়ে জানতে চাইলে কোস্ট গার্ড সদর দপ্তরের সহকারী গোয়েন্দা পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার এম হামিদুল ইসলাম বলেন, জাটকা সংরক্ষণের জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি করোনা ভাইরাস মোকাবিলায় সরকার নির্দেশিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে কোস্ট গার্ড সদস্যরা। তবে এ সুযোগে অভিযানের ফাঁক গলিয়ে কিছু জেলে জাটকা ধরে বাজারে বিক্রি করছে, যেটা খুবই অন্যায়। তিনি বলেন, চাঁদপুরের রাজরাজেশ^র থেকে হাইমচর পর্যন্ত এবং ভোলার মেহেন্দীগঞ্জের মুখ থেকে তজুমুদ্দিন পর্যন্ত জাটকার অভয়ারণ্য। এসব এলাকায় আমরা ম্যাসিভ আকারে অভিযান চালাচ্ছি। জাটকা সংরক্ষণে কোস্ট গার্ডের পাশাপাশি নৌপুলিশও গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করছে। বাজারে প্রচুর জাটকা পাওয়া যাচ্ছে- এ বিষয়ে জানতে চাইলে নৌপুলিশের ডিআইজি আতিকুল ইসলাম বলেন, জেলেদের জালে যেটা ধরা পড়ছে সেটা যৎসামান্যই। বাজার থেকে আমরাও ইতোমধ্যে ২৮ মণ জাটকা আটক করেছি। জাটকা নিধনরোধে নদীতে ছোট ছোট জাহাজ মোতায়েন করা হয়েছে। নদীগুলোর গুরুত্বপূর্ণ ১১৭টি পয়েন্টে সার্বক্ষণিক ২০টি জাহাজ ২৪ ঘণ্টা টহল দিচ্ছে। যার ফলে অন্যান্য বারের তুলনায় এবারের অভিযান অনেক বেশি শক্ত এবং ফলপ্রসূ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App