×

বিনোদন

ঘরবন্দি সময়ে ‘ক্ষ্যাপা’র অনলাইন আড্ডা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ১১:৫২ এএম

ঘরবন্দি সময়ে ‘ক্ষ্যাপা’র অনলাইন আড্ডা

‘ক্ষ্যাপা’র আড্ডায় ছিলেন রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার

ভয়াল করোনার ঘরবন্দি সময়ে মানুষের পাশে দাঁড়াতে এপ্রিল মাসের শুরুতে ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছে থিয়েটার পত্রিকা ‘ক্ষ্যাপা’। গত ৮ এপ্রিল থেকে অনলাইন আড্ডার আয়োজন করেছে তারা। ফেসবুক লাইভের মধ্য দিয়ে চৈত্রসংক্রান্তি ও পহেলা বৈশাখও উদযাপন করেছে। ক্ষ্যাপার এই আয়োজনটি সংস্কৃতি অঙ্গনে ইতোমধ্যে সাড়া জাগিয়েছে। ক্ষ্যাপার ফেসবুক লাইভ আড্ডাটি চালুর পর আরো অনেক সাংস্কৃতিক সংগঠন ফেসবুক লাইভের মাধ্যমে নানা রকম কর্মসূচি পালন শুরু করেছে। সব মিলিয়ে অনলাইনে এখন বেশ সক্রিয় দেশের সংস্কৃতি অঙ্গন। ক্ষ্যাপার সম্পাদক পাভেল রহমান বলেন, নাট্যশিল্পী সাইফুল জার্নাল ভাই ৪ এপ্রিল আমাকে ফোন করে প্রস্তাব দেন, যে ক্ষ্যাপার ফেসবুক থেকে ‘হোম থিয়েটার’ করা যায় কিনা? বাসায় বসেই ২০ মিনিটের থিয়েটার প্রযোজনা তৈরি করে সেটা ফেসবুক লাইভে মঞ্চায়ন হবে। পরে ক্ষ্যাপার ফেসবুকে পোস্ট দিয়ে সবার মতামত জানতে চাই। তখন অনেকেই ভাবনাটিকে সাধুবাদ জানান। অবশ্য দু-একজন করোনার এই সময়ে মানসিকভাবে থিয়েটার করার জন্য প্রস্তুত না থাকার কথাও জানান। তখন আমাদের মনে হলো, সবাইকে মানসিকভাবে শক্ত রাখতে কিছু করা দরকার। আমরা ঠিক করলাম থিয়েটার প্রযোজনা নয়, উন্মুক্ত আড্ডার আয়োজন হোক। গান, আবৃত্তি, পাঠ অভিনয়, আড্ডা বলা চলুক অনলাইনে। এছাড়া যদি আর্থিক তহবিল গঠন করে সংকটে থাকা মানুষের পাশে দাঁড়ানো যায়, তো মন্দ কি? শুরু হলো আমাদের আয়োজনটি।’ জানা যায়, ‘৮ এপ্রিল ক্ষ্যাপার প্রথম আড্ডায় আসেন ঢাকা থিয়েটারের নাট্যশিল্পী সামিউন জাহান দোলা, পরে বটতলার হুমায়ুন আজম রেওয়াজ, নুশিন আদিবা, শিশির রহমানের গান-আড্ডা সবাই ভীষণ রকম পছন্দ করতে থাকেন। এরপরই অনলাইনে চৈত্রসংক্রান্তি ও পহেলা বৈশাখ উদযাপনের চিন্তা করে ক্ষ্যাপার সদস্যরা। চৈত্রসংক্রান্তির দিন ধারাবাহিক তিনটি ফেসবুক লাইভ সম্প্রচার হয়। এতে শিশুশিল্পী শ্রেয়ান, আবৃত্তিশিল্পী আশরাফুল হাসান বাবু ও কাজী বুশরা আহমেদ তিথি এবং সঙ্গীত ও নাট্যশিল্পী চেতনা রহমান ভাষা অংশ নেন। পরদিন পহেলা বৈশাখে ধারাবাহিক ৫টি লাইভ সম্প্রচার হয়। এতে অংশ নেন কলকাতার জনপ্রিয় আবৃত্তিশিল্পী ও উপস্থাপিকা রিনি বিশ্বাস, শিশুশিল্পী চন্দ্রবিন্দু তোতা, আবৃত্তি শিল্পী হাসান আরিফ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার এবং সবশেষে নাসির উদ্দিন ইউসুফ ও শিমুল ইউসুফ।’ পয়লা বৈশাখের পর থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টা এবং রাত সাড়ে ১০টায় দুটো করে লাইভ আড্ডা সম্প্রচার করে আসছে ক্ষ্যাপা। এতে অংশ নেন রাহুল আনন্দ, ড. মোহাম্মদ বারী, নীল কামরুল, সুদীপ চক্রবর্তী, কনক আদিত্য, অলোক বসু, শেঁউতি শাহগুফতা, নাজনীন হাসান চুমকি, কলকাতা দীপান্বিতা আচার্য্য, মাসুম রেজা, সেলিনা শেলী, শিমুল খান, রুমা মোদক, অনিরুদ্ধ কুমার ধর শান্তনু, সাইমন জাকারিয়া, সৃজনী তানিয়া, সাজু খাদেম, হাসনাত রিপন, সাইদুর রহমান লিপন, প্রশান্ত হালদার, লিপিকা তাপসী এবং কলকাতার ঋক রৌণক (পাবলো) ও আগরতলার শুভ্রজিৎ ভট্টাচার্য। ঈদের ছুটির আগ পর্যন্ত রমজান মাসে প্রতিদিন রাত ১০টায় এই লাইভ আড্ডাটি সম্প্রচার হবে বলে জানিয়েছেন ক্ষ্যাপার সহকারী সম্পাদক অপু মেহেদী। তিনি বলেন, ‘এই আয়োজন থেকে প্রাপ্ত অর্থ ইতোমধ্যে অর্থ সংকটে থাকা কয়েকজনকে দেয়া হয়েছে। ভবিষ্যতেও এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। ক্ষ্যাপার তহবিলে সহযোগিতা পাঠানো যাবে- ০১৭১৭৩৮৬৬৪৬ এই বিকাশ নম্বরে (ব্যক্তিগত)। অথবা এক্সিম ব্যাংকে ক্ষ্যাপার এই অ্যাকাউন্টে ০১৪১১১০০৩০৬৩১৩ পাঠানো যাবে। ক্ষ্যাপার ফেসবুক লাইভ সম্প্রচারের দায়িত্বে রয়েছেন পাভেল রহমান, অপু মেহেদী, প্রসেনজিত রায়, মাহফুজ সুমন, শাহনাজ জাহান ও শাকিল মাহমুদ, ইমরান, পারভেজ, স্বপন, রণধীর প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App