×

আন্তর্জাতিক

কিমের মৃত্যুর খবরে ডাক্তার পাঠিয়েছে চীন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ০৬:২২ পিএম

উত্তর কোরিয়ার প্রধান নেতা কিম জং উন আর বেঁচে নেই। শুক্রবার (২৪ এপ্রিল) থেকে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর ভাসছে। তবে উত্তর কোরিয়া এ খবরের সত্যতা নিশ্চিত করেনি। জানায়নি এ নেতার শারীরিক অবস্থা সম্পর্কে।

এদিকে কিমের শারীরিক অবস্থা জানতে চিকিৎসক পাঠিয়েছে চীন। তবে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র কিমের ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তবে পেন্টাগনের (যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী) এক কর্মকর্তা বলেছেন, কিম জং উনের শারীরিক অবস্থা সম্পর্কে সার্বক্ষণিক তথ্য রাখছে চীন।

ওই কর্মকর্তা আরো বলেছেন, কিম জং উন কোথাও বের হননি। এমনকি উত্তর কোরিয়া সরকারের কিংবা সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ পদে কোনো রদবদলও ঘটেনি।

এর আগে গত ১১ এপ্রিল সর্বশেষ জনসম্মুখে এসেছেন কিম জং উন। ওই দিন তার উপস্থিতির ভিডিও সরকারি টেলিভিশনে সম্প্রচার করা হয়েছিল। এরপর ১৩ এপ্রিল গুঞ্জন উঠে হার্টের জটিল অপারেশনের পর কিম জং উনের অবস্থা গুরুতর। তবে বিষয়টি গুজব হিসেবে উড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App