×

আন্তর্জাতিক

করোনা ভ্যাকসিন তৈরির কথা কানে নেয়নি যুক্তরাষ্ট্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ০৮:৪৮ পিএম

করোনাভাইরাস মহামারির পর থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি আস্থা নেই যুক্তরাষ্ট্রের। ইতোমধ্যে সংস্থাটি আর্থিক অনুদান দেয়া বন্ধ ঘোষণা করেছে, বলেছে তারা এটির সদস্য আর থাকবে না। এবার সংস্থাটির করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরির উদ্যোগকেও স্বাগত জানায়নি তারা।

ডব্লিউএইচও জানায়, বিশ্ব নেতাদের নিয়ে নতুন করোনাভারাসের প্রতিষেধক ও কোভিড-১৯ চিকিৎসায় কার্যকর ওষুধ তৈরিতে একটি উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু এর পরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়, বৈশ্বিক এ উদ্যোগের সঙ্গে তারা নেই।

ডব্লিউএইচও প্রধান টেড্রস আধানম গেব্রিয়েসুস বলেন, কোভিড-১৯ এর চিকিৎসার জন্য কার্যকর হলো ভ্যাকসিন তৈরি। এটি নিশ্চিতের লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। আমরা সবাই একই হুমকির মুখে রয়েছি, যা উত্তরণে সম্মিলিত উদ্যোগ জরুরি।

তবে জেনেভায় নিযুক্ত মার্কিন প্রতিনিধি বলেন, এই উদ্যোগে যুক্তরাষ্ট্র না থাকলেও আমরা দৃষ্টি রাখব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App