×

আন্তর্জাতিক

আর চাবুক মারবে না সৌদিআরব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ০৭:৩০ পিএম

আর চাবুক মারবে না সৌদিআরব

প্রতীকী ছবি

শাস্তি হিসেবে চাবুক মারার প্রথা বিলুপ্ত করতে যাচ্ছে সৌদি আরব। দেশটির সর্বোচ্চ আদালতের নির্দেশনায় বলা হয়, চাবুক মারার পরিবর্তে কারাদণ্ড বা জরিমানার মত শাস্তি দেয়া হবে। সৌদি আরবের বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে দেশটির মানবাধিকার পরিস্থিতি সংস্কারের অংশ হিসেবে এই পরিবর্তন করতে যাচ্ছে তারা। ২০১৫ সালে ব্লগার রাইফ বাদাউইকে সাইবার অপরাধ এবং ইসলাম অবমাননার দায়ে জনসম্মুখে চাবুক মারার শাস্তি দেয়া হয়। সেসময় তাকে ১০ বছরের জেল এবং এক হাজার চাবুক মারার শাস্তি দেয়া হয়েছিল। ২০১৫ সালের জানুয়ারিতে তাকে ৫০ বার চাবুক মারাও হয়। কিন্তু ওই ঘটনা প্রকাশিত হওয়ার পর সৌদি আরবের বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। পরে রাইফ বাদাউইর চাবুক মারার শাস্তি স্থগিত করা হয়। ওই ঘটনা সৌদি আরব সরকারের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছিল। সেই বিষয়টি মাথায় রেখেই চাবুক মারা নিষিদ্ধ করতে চাইছে তারা। এদিকে বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ মানবাধিকার পরিস্থিতিতে সৌদি আরবের নাম রয়েছে। সেখানে সাধারণ মানুষের বাক স্বাধীনতা খুবই সীমিত এবং সরকারের সমালোচকদের ঢালাওভাবে গ্রেফতার করা হয় বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার ঘটনায় সৌদি আরবের সমালোচনা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App