×

জাতীয়

অনুমোদনহীন টেস্টিং কিটে করোনা পরীক্ষা নয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ০৪:৪৫ পিএম

অনুমোদনহীন টেস্টিং কিটে করোনা পরীক্ষা নয়
কোভিড-১৯ পরীক্ষায় বর্তমানে বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে অনুমোদনহীন টেস্টিং কিটস রয়েছে। সরকারের অনুমোদনহীন কোন কিটস গ্রহণযোগ্য হবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত পদ্ধতি অনুযায়ী ও সরকারিভাবে পরীক্ষা-নিরীক্ষা শেষে অনুমোদিত কিটের মাধ্যমেই কেবল পরীক্ষা করা হচ্ছে। র‌্যাপিড কিটস নিয়েও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা রয়েছে এবং সে অনুযায়ী সরকার কাজ করছে। শনিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিডিয়া সেলের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানানো হয়। মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) ও মিডিয়া সেলের আহবায়ক মো. হাবিবুর রহমান খান এই ব্রিফিং করেন। দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। হাবিবুর রহমান খান জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় নতুন আরো দুই হাজার চিকিৎসক ও ৬ হাজার নার্স নিয়োগে সরকার কাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App