×

সারাদেশ

হাওড়ে ধান কাটার জন্য শ্রমিক পাঠালো ইউএনও

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২০, ০২:১২ পিএম

হাওড়ে ধান কাটার জন্য শ্রমিক পাঠালো ইউএনও

ছবি: প্রতিনিধি

জেলা প্রশাসনের নির্দেশে সুনামগঞ্জের হাওড় অঞ্চলে ধান কাটার জন্য শ্রমিক পাঠালো খানসামা উপজেলা প্রশাসন। এ কাজে সহযোগিতা করেন দিনাজপুর জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বিত্তবানরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শ্রমিক পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম।

শ্রমিকদের জন্য বিশেষ নিরাপত্তা ও যথাযথ সুরক্ষা ব্যবস্থাও করা হয়েছে। ওই বাসটিতে অন্য যাত্রী নিতেও পারবে না আবার আনতেও পারবে না। সুনামগঞ্জে গাড়ি পাঠানোর ভাড়া এবং শ্রমিকদের রাস্তায় খাবার ব্যবস্থা করেছেন মাইফ্রেশ ওয়াটার কোম্পানির মালিক লিয়ন চৌধুরী। জেলা প্রশাসক ও কৃষি কর্মকর্তা সমাজের বিত্তবান লোকদের এই কাজে সহযোগিতার করার জন্য আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর কৃষি সম্প্রসারণের উপপরিচালক মো. তৌহিদুল ইকবাল, খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহমেদ মাহবুব-উল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আফজাল হোসেন, মাইফ্রেশ ওয়াটার কোম্পানির মালিক মো. লিয়ন চৌধুরী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App