×

সারাদেশ

লকডাউনে আদর্শ আবাসনে মানবেতর জীবন যাপন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২০, ০৪:০২ পিএম

লকডাউনে আদর্শ আবাসনে মানবেতর জীবন যাপন

ছবি: প্রতিনিধি

লকডাউনে খেটে খাওয়া মানুষগুলো কর্মহীন হয়ে পড়ায় অসহায় মানবেতর জীবন কাটাচ্ছেন। এমনই চিত্র খুঁজে পাওয়া যায় গেছে, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পাখিমারা বাজার সংলগ্ন আদর্শ আবাসনের মানুষগুলোর মাঝে। প্রায় একমাসের লকডাউনে কোন কাজ-কর্ম করতে না পেরে তারা অসহায় হয়ে পড়েছেন। তাদের কাছে পৌঁছেনি কোনো সরকারি ত্রাণ। কী কারণে ত্রাণ হতে বঞ্চিত হচ্ছেন তারও কোনো উত্তর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, আদর্শ আবাসনের ২৮টি পরিবারের কারোও ঘরেই খাবার চাল নেই। সংবাদকর্মীদের দেখে সবাই কান্না শুরু করেন। এখানে প্রায় পাঁচ শতাধিক মানুষ রয়েছে। এদের মধ্যে ৬ পরিবারে প্রতিবন্দ্ধী সদস্য আছে। আবাসনে মো. খালেক ব্যাপারীর (৬০) পরিবারের অবস্থা সবচেয়ে সংকটাপন্ন। প্রায় ৫ বছর ধরে প্যারালাইসিস রোগে ভুগছেন তিনি। একমাত্র ছেলে আলমগীর। তার কাঁধেই সংসার চালানোর দায়িত্ব। তিনিও যক্ষা রোগে আক্রান্ত। স্ত্রী রেহেনা বেগম (৫০) এনজিও তে রান্না করে সংসার চালিয়ে আসছিলেন। করোনায় সে পথও বন্ধ হয়ে গেছে। এখন সাত সদস্যের পরিবারটি অসহায় মানবেতর জীবন যাপন করছেন। আবাসনের প্রায় সব কয়টি পরিবারের চিত্র একই রকম। মানবতা যেনো এখানে এসে থমকে দাঁড়ায়।

আপনারা জনপ্রতিনিধিদের কাছে যাননি? তারা বলেন, আমাদের কিছু করার নাই আপনারা উপজেলা নিবার্হী কর্মকতার্র কাছে গিয়ে বলেন। নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান এ্যাড. নাসির মাহমুদ বলেন, সরকার যে ত্রাণ বরাদ্ধ দেয় তা চাহিদার তুলনায় খুবই সীমিত। পরবর্তী ত্রাণ আসলে আবাসনের পরিবারগুলোকে দেয়ার ব্যবস্থা করবো।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মাদ শহিদুল হক বলেন, বিষয়টি আমার জানা নেই। যদি তারা কোনো ধরনের ত্রাণ পেয়ে না থাকে তবে পাওয়ার ব্যবস্থা করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App