×

জাতীয়

রোজিনা আক্তারের মৃত্যুতে স্পিকারের শোক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২০, ০৮:০৮ পিএম

রোজিনা আক্তারের মৃত্যুতে স্পিকারের শোক
বাংলাদেশের এবং বিটিভি’র প্রথম নারী ক্যামেরাপারসন রোজিনা আক্তার- এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। স্পিকার মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়াও রোজিনা আক্তার- এর মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া এমপি এবং চীফ হুইপ নূর-ই- আলম চৌধুরী এমপি। গতকাল বৃহষ্পতিবার রাতে হঠাৎ নিম্ন রক্তচাপ দেখা দিলে রোজিনা আক্তারকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। তিনি স্বামী, আত্মীয়স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বাংলাদেশ টেলিভিশনের ক্যামেরাপারসন হিসেবে কাজ করা প্রথম নারী তিনি। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির লাইভ প্রোগ্রামে কাজ করতেন বেশি সময়। কাজ করেছেন জাতীয় সংসদে অধিবেশনেও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App