×

স্বাস্থ্য

নতুন মৃত্যু ৪, আক্রান্ত ৫০৩, পরীক্ষা ৩৬৮৬

Icon

nakib

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২০, ০২:৩৮ পিএম

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন করে মৃত্যু হয়েছে ৪ জনের এবং আরও আক্রান্ত হয়েছে ৫০৩ জন। মোট ৩৬৮৬ জনের নমুনা পরীক্ষা করে আক্রান্তের এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ফলে দেশে মোট মৃত্যু হয়েছে ১৩১ জনের এবং মোট আক্রান্ত হয়েছে ৪ হাজার ৬৮৯ জন। নতুন করে ৪ জন সুস্থ্য হওয়ায় মোট সুস্থ্য হয়ে বাড়ি গেছেন ১১২ জন। সব মিলিয়ে দেশে মোট পরীক্ষা করা হয়েছে  হাজার ৩৯ হাজার ৭৭৬ জনের। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে  স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। নতুন মৃত্যু হওয়া সকলে পুরুষ এবং ঢাকার অধিবাসী ছিলেন। মৃতের সংখ্যা কম হওয়াকে একটি আশার দিক বলেও অভিহিত করেন ডা. নাসিমা। তাছাড়া গতকালের তুলনায় নমুনা পরীক্ষা ৭.৯% বৃদ্ধি করা হয়েছে বলে জানানো হয়। তাছড়া গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১২৩ জন এবং মোট আইসোলেশনে রয়েছেন ৯৯৫জন। একদিনে আইসোলেশন  থকে ছাড়া পেয়েছেন ২৮ জন এবং মোট ছাড়া পেয়েছেন ৬২২ জন। অন্যদিকে দেশের ৬৪ জেলায় ৬০১টি প্রতিষ্ঠানে ৩০ হাজার ৬৩৫ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত রাখা হয়েছে বলে জানানো হয়। তারাবি নামাজের ক্ষেত্রে সরকারের নির্দেশনা অনুযায়ি ১২ জনের বেশি মসজিদে না আসার বিষয়টি মেনে চলার আহ্বান জানানো হয়। তাছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানানো হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল)  মোট করোনা শনাক্ত হয়েছিল ৪১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৭ জনের।    

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App