×

জাতীয়

জাটকাতে ছেয়ে গেছে রাজধানীর বাজারগুলো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২০, ১২:৩৬ পিএম

জাটকাতে ছেয়ে গেছে রাজধানীর বাজারগুলো

ছবিটি: কামরাঙ্গীরচর মাদবর বাজার থেকে তোলা।

জাটকাতে ছেয়ে গেছে রাজধানীর বাজারগুলো

কামরাঙ্গীরচর বজার থেকে তোলা

সারা বাংলাদেশে যখন করোনা আতঙ্কিত তখন পদ্মায় অগণিত নিষিদ্ধ জাটকা মাছ ধরে বিক্রি করা হচ্ছে রাজধানীর বাজারগুলোতে। প্রতি কেজি জাটকা বিক্রি হয় দুশ’ থেকে আড়াইশ’ টাকায়। আর একেক কেজিতে জাটকা ওঠে ৪৫ থেকে ৫৫টি! অথচ দেশে এখন জাটকা সংরক্ষণের সময় চলছে। আগামী ৩০ জুন পর্যন্ত জাটকা ধরা বা আহরণ ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। নিষিদ্ধ থাকা সত্তেও বাজারে এত জটকা কোথা থেকে আসে?

[caption id="attachment_216777" align="aligncenter" width="1040"] কামরাঙ্গীরচর বজার থেকে তোলা[/caption]

খোঁজ নিয়ে জানা গেছে, দেশে করোনাভাইসের সংক্রমণের কারণে সব মানুষকে ঘরে থাকার নির্দেশ দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী সামাজিক দূরত্ব নিশ্চিতসহ অসহায় দুর্গতদের খাদ্য সহায়তা দেওয়ার কাজে ব্যস্ত। এই ফাঁকে কোস্টগার্ড, সংশ্লিষ্ট জেলা প্রশাসন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের চোখ ফাঁকি দিয়ে এক শ্রেণির অতি লোভী জেলে ঘরে থাকার নির্দেশ অমান্য করে নদীতে জাল ফেলছে। আর সেই জালে ধরা পড়ছে শত শত টন জাটকা। যা দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে চলে যাচ্ছে এবং অবাধে বিক্রিও হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App