×

সাহিত্য

এ এক ভিন্ন পৃথিবী যা কাঙ্ক্ষিত নয়

Icon

nakib

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২০, ১১:১২ এএম

এ এক ভিন্ন পৃথিবী যা কাঙ্ক্ষিত নয়

কবি গোলাম কিবরিয়া পিনু

গোলাম কিবরিয়া পিনু মূলত কবি হলেও লিখছেন প্রবন্ধ, ছড়া ও কলাম। গবেষণামূলক কাজের পাশাপাশি যুক্ত ছিলেন একটি আন্তর্জাতিক মিডিয়াবিষয়ক সংস্থায়। তবে কবি সত্তার কাছে তার বাকি পরিচয় একেবারেই গৌণ। অভিজ্ঞতা ও কল্পনার মিশ্রণে যে জগৎ তিনি সৃষ্টি করেন, তা শুধু একটি সময়কেই ধরে রাখে না, হতাশার কথাই ব্যক্ত করে না, শুধু গতিহীনতার কথাই বলে না; একই সঙ্গে সময়কে আলাদাভাবে চিহ্নিতও করে। দেশ ও সমাজ সচেতন বিশিষ্ট এই কবির করোনাকাল কেমন কাটছে? ঘরে বসে কী করছেন? ভোরের কাগজের এমন প্রশ্নের জবাবে তিনি বললেন, করোনাকাল মোটেই সুখকর নয়। মানুষের জন্য এ এক মহাবিপত্তিকাল, কষ্টের কাল, অনিশ্চয়তার কাল! এমন সময়ে অন্যদের মতো আমার মনেও আতঙ্ক ও ভয়বিহŸলতা জাপটে ধরে। আমাদের ছেলেটা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক। সেখানে সে এখন করোনা পরীক্ষা কাজে অংশ নিচ্ছে। তাকে নিয়ে, পরিবার ও বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের নিয়েও তো উদ্বেগ আছে, সেই সঙ্গে দেশের মানুষকে নিয়েও উদ্বিগ্ন। এর মধ্যে বিভিন্ন অনুভব নিয়ে আন্দোলিত হয়ে সময় কাটছে। ঘরে বসে আছি। এর মাঝে ২/৩ দিন পরপর ব্যাংকের কাজ, বাজার, ওষুধ সংগ্রহ ও অন্য প্রয়োজনে বাইরে যেতে হয়। আর গৃহকর্মী না থাকায় ঘরমোছা, কাপড় ধোয়া ও অন্যান্য কাজও করতে হয়। এ সবের ফাঁকেই মোবাইল ফোনে মার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখি-গাইবান্ধায়। ফেসবুকে সময় যায়, কবিতা পোস্ট দেই। টিভিতে চোখ রাখি একবার বা দুবার, বেশি না। আর অনলাইনে দৈনিকগুলো নিয়মিত দেখি। এই তো রুটিন কাজ করোনাকালে, ঘরে! কী লিখছেন? কী বই পড়ছেন? এর জবাবে তিনি বলেন, লিখছি কিছু কিছু কিন্তু স্বাভাবিকভাবে লিখতে পারছি না। কিছু পাণ্ডুলিপি গোছানোর কাজ করছি। বই পড়ছি আগের মতোই নিয়মিত, কবিতার বইসহ বিভিন্ন ধরনের বই পড়ছি। জমে আছে না-পড়া অনেক বই, সেগুলোর দিকে এখন চোখ পড়ছে! করোনার কারণে পরিপাশর্^ বদলে যাচ্ছে বলে মনে করেন? তা কেমন? পিনু বললেন, করোনার কারণে পরিপাশর্^ তো এখন বদলে গিয়েছে অনেকটাই। মানুষের স্বাভাবিক জীবন নেই! মানুষের সামাজিক ও অর্থনৈতিক কাজ স্থবির, বন্ধ ও ব্যাহত! সারা বিশে^র দেশগুলোর মধ্যে যোগাযোগ ও কর্মকাণ্ড মূলত বন্ধ! মানুষের কান্না ও শোকের ভেতর পৃথিবীর বিভিন্ন জনপদ ডুবে গেছে ও যাচ্ছে, তা মানব ইতিহাসের এক করুণ অধ্যায়! এ-এক ভিন্ন পৃথিবী, যা কাক্সিক্ষত নয়! করোনাক্রান্ত ভিন্ন এই পৃথিবীটা আপনার চেনা পৃথিবীর সঙ্গে মিলছে কি? বিশিষ্ট এই লেখক বলেন, না, মোটেই মিলছে না! এ-এক বিপদবিহ্বলতার মধ্যে অচেনা এক কষ্টের পৃথিবী!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App