×

খেলা

সাকিবের প্রিয় মেসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ০৬:৫২ পিএম

সাকিবের প্রিয় মেসি
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রিয় ফুটবলার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। যদি কখনো চাঁদে যেতে সুযোগ পান তাহলে তিনি মেসিকে সঙ্গে নেবেন। আর্জেন্টিনা আর বার্সেলোনার বড় মাপের একজন ভক্ত সাকিব। সেটা ওই মেসির কারণে, প্রিয় তারকা এই দুই দলে খেলে বলেই সমর্থন করেন সাকিব। অনেকবার বলেছেন, মেসির অন্ধ ভক্ত তিনি। কতটা সেটা পকাশ করলেন আরও একবার। বিশ্বব্যাপী চলমান করোনা ভাইরাস মোকাবেলায় অর্থ সংগ্রহের লক্ষ্যে নিজের প্রিয় একটি ব্যাট নিলামে তোলেন সাকিব। ‘অকশান ফর অ্যাকশান’ নামক একটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে সেই ব্যাটের নিলাম অনুষ্ঠিত হয় ২২ এপ্রিল রাতে। অনলাইন নিলামে সরাসরি অংশ নেন সাকিব নিজেও। ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন লাইভে। এরই মাঝে একজন প্রশ্ন করেন, যদি চাঁদে যাওয়ার সুযোগ আসে তবে শিশির ভাবির (সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির) সঙ্গে আর কাকে নিতে চাইবেন? সাকিব এক কথায় বলে দেন, ‘মেসি।’ আর্জেন্টাইন ফুটবল জাদুকরকে নিয়ে চাঁদে বেড়াতে যেতে চান বাংলাদেশের ক্রিকেট জাদুকর। সাকিব আল হাসানের ক্রিকেটীয় রেকর্ড নিয়ে যে কেউই ঈর্ষা করবেন। দেশের ইতিহাসে সেরা ক্রিকেটার তিনি। বিশ্ব ক্রিকেটেও সেরাদের একজন। তিন ফরমেটেই র‌্যাংঙ্কিয়ে সেরা অলরাউন্ডার ছিলেন রেকর্ড সংখ্যক বছর ধরে। ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্ষা ভোগলে একবার বলেছিলেন, সাকিব আল হাসানের মতো ক্রিকেটার একবারই জন্মে। তবে একটু এদিক-ওদিক হলে সাকিব কিন্তু ফুটবলারও হতে পারতেন! তার বাবা ছিলেন এলাকার নামকরা ফুটবলার। ফুফাতো ভাইও ছিলেন বড় মাপের ফুটবলার। ছোট্ট সাকিব যখন খেলা বুঝতে শিখছিলেন তখন ফুটবলই ছিল তার সঙ্গী। ফুফাতো ভাই বা বাবার সঙ্গে মাঠে গিয়ে ফুটবলেই লাথি দিতেন। তবে সেই সাকিব হয়েছেন বিশ্বসেরা ক্রিকেটার। তবে ফুটবলের প্রতি সাকিবের ভালোবাসা কিন্তু কমেনি। ফুটবল রক্তে মিশে আছে বলেই হয়তো অনুশীলনে মাঝে মধ্যেই ফুটবল খেলতে নেমে পড়েন ক্রিকেটাররা। এই খেলায় সাকিবের দু’পায়ের মুগ্ধতা ছড়ানো কারিকুরি নিয়ে বেশ চর্চা আছে ক্রিকেটপাড়ায়। ক্রিকেট নিয়ে ব্যস্ততার মাঝেও ফুটবলের টুকিটাকি খোঁজখবর রাখেন, দেখেনও নিয়মিত। যদিও বিসিবি ক্রিকেট অনুশীলনে ফুটবল খেলা নিষিদ্ধ ঘোষণা করেছে বিসিবি। এর পেছনে অবশ্য কারণও রয়েছে। ফুটবল খেলতে গিয়ে অনেক ক্রিকেটার আহত হয়েছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য নাসির হোসেন। ছুটিতে থাকাকালীন ফুটবল খেলতে গিয়ে যিনি আহত হয়েছিলেন। ইংল্যান্ডের মাটিতে ২০১৯ বিশ্বকাপে যে ব্যাট হাতে দাঁপিয়ে বেড়িয়েছেন সাকিব। সেই বিশেষ ব্যাটটি নিলামে বিক্রি হয়েছে ২০ লাখ টাকায়। রাজ নামের এক যুক্তরাষ্ট্র প্রবাসী মহামূল্যবান ব্যাটটি কিনে নিয়েছেন। যার পুরো অর্থ সাকিব আল হাসান ফাউন্ডেশন খরচ করবে করোনা ভাইরাস মহামারীতে ক্ষতিগ্রস্থ সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় ও হাসপাতালের চিকিৎসা সরঞ্জামাদি কেনার জন্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App