×

রাজনীতি

অর্ধলক্ষ পরিবারে নিজাম হাজারীর ইফতার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ০৯:১৩ পিএম

অর্ধলক্ষ পরিবারে নিজাম হাজারীর ইফতার

ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী

অর্ধলক্ষ পরিবারে নিজাম হাজারীর ইফতার

ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ট্রাকভর্তি ইফতারসামগ্রী

অর্ধলক্ষ পরিবারে নিজাম হাজারীর ইফতার

৫০ হাজার পরিবাররের জন্য ইফতারসামগ্রী

অর্ধলক্ষ পরিবারে নিজাম হাজারীর ইফতার

ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ট্রাকভর্তি ইফতারসামগ্রী

অর্ধলক্ষ পরিবারে নিজাম হাজারীর ইফতার

৫০ হাজার পরিবাররের জন্য ইফতারসামগ্রী

করোনায় কর্মহীন হয়ে পড়া গরিব-অসহায় এমন ৫০ হাজার পরিবারকে ব্যক্তিগত তহবিল থেকে ইফতার সামগ্রী বিতরণ করেছেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী। তিনি বলেন, কারো ঘরে খাবার নেই-এমন তথ্য থাকলে আমাকে জানাবেন। সেখানে খাবার পৌঁছে দেব। আবার কেউ যদি চক্ষুলজ্জার কারণে চাইতে না পারেন তাহলে স্থানীয় নেতাকর্মী অথবা আমার ফোনকল করলেই আমি পাশে দাঁড়াবো।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই ইফতারসামগ্রী বিতরণের উদ্বোধন করেন তিনি। পরে স্থানীয় নেতাকর্মী, স্বেচ্ছাসেবীরা মিনি টাকে করে স্ব স্ব এলাকায় গিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে এই ইফতার সামগ্রী তুলে দেন।

[caption id="attachment_216731" align="aligncenter" width="1280"] ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ট্রাকভর্তি ইফতারসামগ্রী[/caption]

প্রতিটি প্যাকেটে ইফতার সামগ্রীর মধ্যে ছিল ছোলাবুট পাঁচ কেজি, মসুর ডাল দুই কেজি, চিড়া এক কেজি, চিনি দুই কেজি, তেল এক লিটার, খেঁজুর এক কেজি, আলু পাঁচ কেজি, লবণ এক কেজিসহ প্রভৃতি। তার নির্বাচনী এলাকার ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভায় ১৮টি ওয়ার্ডে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এর আগে ব্যক্তিগত অর্থায়নে তিনধাপে এক লাখ ২০ হাজার পরিবারকে প্রতিটি পরিবারের জন্য ২০ কেজি চাল, পাঁচ কেজি আলু, দুই কেজি মসুর ডাল ও এক কেজি তেল, এক কেজি লবণ বিতরণ করেন তিনি। এছাড়াও প্রতিদিন দুই হাজার ভাসমান মানুষকে নিয়মিত রান্না করা খাবার বিতরণ অব্যাহত রেখেছেন নিজাম হাজারী।

[caption id="attachment_216732" align="aligncenter" width="1080"] ৫০ হাজার পরিবাররের জন্য ইফতারসামগ্রী[/caption]

নিজাম উদ্দিন হাজারী বলেন, বঙ্গবন্ধুর বাংলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আমলে কেউ না খেয়ে থাকবে না। করোনার কারণে কর্মহীন হয়ে পড়া অহসায় মানুষগুলো যেন সঠিকভাবে ইফতার গ্রহণ করতে পারে সেজন্য ৫০ হাজার পরিবারকে উপহার সামগ্রী পাঠালাম।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিদের্শ দিয়েছেন করোনার এই ক্রান্তিকালে মানুষের দাঁড়াতে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। যতদিন করোনার এই প্রাদুর্ভাব থাকবে, মানুষের সমস্যা হবে ততদিন আমি জনগণের পাশে থাকবো। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম হাজারী বলেন, ভোটের সময় যেমন ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করেছি, এখন আমার দায়িত্ব নির্বাচনী এলাকার মানুষের ঘরে খাবার আছে কিনা সেটা দেখার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App