×

পুরনো খবর

লকডাউনে ভিডিওকলে ভুলেও যেসব কাজ করবেন না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ০৭:২৩ পিএম

লকডাউনে ভিডিওকলে ভুলেও যেসব কাজ করবেন না

প্রতীকী ছবি।

করোনার কারণে বর্তমানে বাইরে যেতে পারছে না ফলে কারও সঙ্গেই সামনাসামনি দেখা হচ্ছে না। তবে ভার্চুয়ালি তো মাঝেমধ্যেই সকলের সঙ্গে দেখা হচ্ছে। এই সাক্ষাতেও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মাথায় রাখা দরকার। জেনে নেই কীভাবে সতর্ক থাকতে হবে-

১. ভিডিওকলে নিজেকে প্রেজেন্টেবল রাখা দরকার। বাড়িতে আছি বলে যে অগোছালো চুল, তেলতেলে মুখ নিয়ে বন্ধুদের সঙ্গে কথা বলতে হবে তা কিন্তু নয়। বেসিক মেকআপ করে তবেই ভিডিও কল বা লাইভ চ্যাট করবেন। যাতে সকলের নজর আপনার দিকেই থাকে।

২. চ্যাটিংয়ে বসার আগে অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা দেখবেন। নিজে যেখানে বসে চ্যাট করবেন তার পেছনটা। যাতে লাইভ চলাকালীন বা বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়ার সময় কোনোভাবে আপনাকে অপ্রস্তুত অবস্থায় না পড়তে হয়।

৩. বিশেষ করে যখন বন্ধুদের সঙ্গে গ্রুপ চ্যাটিংয়ে বসবেন, তখন অবশ্যই কানে হেডফোন দেবেন। আর যদি আপনি বাড়িতে নিজের পরিবারের সঙ্গে থাকেন তখন অবশ্যই এই হেডফোন কানে দেবেন। যাতে আপনার বন্ধুর কোনো মন্তব্য আপনার পরিবারের কাছে আপনাকে অপ্রস্তুত অবস্থায় ফেলতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App