×

বিনোদন

চলে গেলেন নাট্যজন ঊষা গঙ্গোপাধ্যায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ০৩:৩৭ পিএম

চলে গেলেন পশ্চিমবঙ্গের খ্যাতিমান নাট্যজন ঊষা গঙ্গোপাধ্যায়। দক্ষিণ কলকাতার সাউথ সিটিতে নিজ বাসায় তার মরদেহ পাওয়া গেছে। উষার মৃত্যুর খবরটি ভারতের বিশিষ্ট কবি সুবোধ সরকারের ফেসবুক পেজ থেকে জানা যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। এছাড়া ভারতীয় সংবাদমাধ্যমে জানা যায়, দক্ষিণ কলকাতার সাউথ সিটির উল্টো দিকে নিজের বাড়িতে একাই থাকতেন তিনি। বৃহস্পতিবার সকালে গৃহপরিচারিকা এসে দেখেন বাড়ির দরজা খোলা। ঊষা গঙ্গোপাধ্যায় মাটিতে সম্পূর্ণ অচেতন অবস্থায় পড়ে আছেন। তিনি হতচকিত হয়ে পাড়ার লোকজন এবং চিকিৎসককে ডাকা হয়। কীভাবে, কখন তার মৃত্যু হলো, তা বুঝতে ঊষা গঙ্গোপাধ্যায়ের দেহ পোস্টমর্টেমে পাঠানো হয়েছে। মাত্র কয়েক দিন আগে তার ছোট ভাইয়ের মৃত্যু হয়। শোকগ্রস্ত অবস্থায় শেষ ক’দিন খুবই মনমরা হয়ে ছিলেন ঊষা। উষা ১৯৪৫ সালে রাজস্থানের যোধপুর শহরে জন্মগ্রহণ করেন। মাতৃভাষা হিন্দি হলেও বাংলা থিয়েটারে তিনি রেখেছেন অসামান্য কৃতিত্বের স্বাক্ষর। পরিচালক-অভিনেত্রী এবং সক্রিয় সমাজকর্মী হিসেবে তিনি পরিচিত ছিলেন। সত্তর ও আশির দশকে কলকাতা শহরে হিন্দি থিয়েটারের রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ঊষাদেবী। ১৯৭৬-এ রঙ্গকর্মী গ্রুপ থিয়েটার প্রতিষ্ঠা করেন, সেই দলের প্রযোজনায় ‘মহাভোজ’, ‘রুদালি’, ‘কোর্ট মার্শাল’ এবং ‘অন্তর্যাত্রা’-র মতো নাটকগুলো পরিবেশিত হয়। ১৯৯৮-এ ‘সংগীত নাটক অ্যাকাডেমি’ থেকে ঊষা গঙ্গোপাধ্যায় পুরস্কার পেয়েছিলেন। এ ছাড়া ‘গুড়িয়া ঘর’ নাটকে অভিনয়ের জন্যে তিনি পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক শ্রেষ্ঠ অভিনেতার সম্মানও অর্জন করেছিলেন। উপমহাদেশের এই প্রখ্যাত নাট্যনির্দেশক ও অভিনয়শিল্পীর নাটকই ছিল জীবন। বলতেন, “আমার কোনো লাইফ নেই থিয়েটার ছাড়া।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App