×

আন্তর্জাতিক

করোনার মধ্যেও মুখোমুখি পাক-ভারত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ০১:৪৭ পিএম

করোনার মধ্যেও মুখোমুখি পাক-ভারত

নরেন্দ্র মোদি ও ইমরান খান

বিশ্ব যখন করোনাভাইরাসের তত্ত্ব উদঘাটনে ব্যস্ত, তখনও দ্বিজাতি তত্ত্বে বিভক্ত ভারত পাকিস্তান ব্যস্ত পরস্পর বিরোধী পাল্টা বক্তব্যে। মুসলিমদের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে ফের নয়াদিল্লিকে নিয়ে মন্তব্য করলেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান। দিল্লিও দিল তার পাল্টা জবাব। পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, “জার্মানিতে ইহুদিদের সঙ্গে নাৎসিরা যেমন আচরণ করেছিল, ভারত সরকারও মুসলিমদের প্রতি তেমনই আচরণ করছে।” জবাবে দিল্লি বলেছে, নিজের দেশের করুণ দশা ঢাকতেই এমন মন্তব্য করছে ইমরান খানের সরকার। ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সময় কাশ্মীর নিয়ে ভারতকে লাগাতার আক্রমণ করেছিল পাকিস্তান। আন্তর্জাতিক মঞ্চেও বিষয়টি উত্থাপন করেছিল। কিন্তু সুবিধা করতে পারেনি। তখনও মুসলিমদের প্রতি ভারতের বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলেছিল তারা। কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, সে সেময় সুবিধা করতে না পারায় ফের ভারতের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছে পাকিস্তান। ভারতে বেড়েই চলছে করোনাভাইরাসের প্রকোপ। এর মধ্যে সেনাবাহিনীর সাথে কয়েকটি জঙ্গি সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এসব ঘটনার জন্য বরাবরের মতো পাকিস্তানকেই দায়ী করছে ভারত। ভারতীয় গণমাধ্যম আনন্দ বাজারের প্রতিবেদন বলছে, করোনার সংক্রমণ ছড়িয়েছে পাকিস্তানেও। কিন্তু তার মধ্যেও একের পর এক সংঘর্ষবিরতি লঙ্ঘন করেই চলেছে তারা। ভারতে জঙ্গি অনুপ্রবেশের মতো ঘটনা ঘটছে। এ প্রসঙ্গে ভারতের সেনা প্রধান এমএম নরবণে বলেন, “ভারত যেখানে করোনা মোকাবিলায় গোটা বিশ্বে ওষুধ সরবরাহ করছে। সেখানে পাকিস্তান সন্ত্রাস সরবরাহ করছে। এটা খুবই দুর্ভাগ্যজনক।” গত মার্চে সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলোর মধ্যে ভিডিয়ো কনফারেন্সে করোনা মোকাবিলা নিয়ে আলোচনা চলছিল। সেখানেও পাকিস্তান কাশ্মীর ইস্যু খুঁচিয়ে তোলে অভিযোগ ভারতের। তাদের এই ভূমিকার তীব্র সমালোচনা করে ভারত বলছে, এই সঙ্কটময় মুহূর্তেও কাশ্মীর ইস্যু খুঁচিয়ে তুলে রাজনীতি করতে চাইছে পাকিস্তান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App