×

জাতীয়

আগামী ২-৩ দিন কালবৈশাখী অব্যাহত থাকবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ০৮:৪২ পিএম

বৈশাখের মাঝে এসে ভারি বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড় দেখলো রাজধানীবাসী। বৃহস্পতিবার সন্ধ্যা নামার আগে অন্ধকারে ছেঁয়ে যায় ঢাকা। শুরু হয় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি। স্বল্প সময়ে স্থির হলেও এই ঝড়ের বেগ ছিল ঘণ্টায় ৭৪ কিলোমিটার। ঘটে যাওয়া এই ঝড় ও সম্ভাব্য ঝড়ের ব্যাপারে আবহাওয়াবিদ আব্দুল মান্নান ভোরের কাগজকে বলেন, শুধু রাজধানী নয়, পুরো ঢাকা বিভাগেই এই ঝড় বয়ে গেছে। ঢাকা ছাড়া সিলেটের শ্রীমঙ্গল, ময়মনসিংহ-খুলনা-বরিশালের বিভিন্ন জায়গায় কালবৈশাখী তাণ্ডব চালিয়েছে। তিনি বলেন, ঠিক এই মুহুর্তেও দেশের দক্ষিণাঞ্চলে কালবৈশাখী ঝড় সেইসঙ্গে বজ্রবৃষ্টি হচ্ছে এবং এইধারা দুই-তিন দিন অব্যাহত থাকবে। তাপপ্রবাহের ব্যাপারে এই আবহাওয়াবিদ বলেন, আগামী দুই তিন তাপপ্রবাহ বাড়ার সম্ভাবনা নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App