×

খেলা

আইপিএলের জন্য বিশ্বকাপ পেছাবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ০৫:৫৮ পিএম

আইপিএলের জন্য বিশ্বকাপ পেছাবে

ব্রেন্ডন ম্যাককালাম

নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম নিউজিহাব বুধবার জানায় এ বছরের অক্টোবর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ সালের ফেব্রুয়ারীতে নিয়ে যাওয়া হবে। আর অক্টোবরে আয়োজন করা হবে আইপিএল। আজ স্কাই ক্রিকেটের সঙ্গে আলাপচারিতায় ঠিক একই কথা বলেছেন সাবেক কিউই তারকা ব্রেন্ডন ম্যাককালাম।

ম্যাককালাম জানিয়েছেন, ২০২১ সালে বিশ্বকাপ হবে। আর আইপিএল হবে অক্টোবর মাসে। যেখানে মাঠে থাকবে না কোনো দর্শক। বিশ্বকাপ পিছিয়ে কেন আইপিএল হবে তার কারণও বর্ণনা করেছেন ম্যাককালাম।

তিনি বলেন,অস্ট্রেলিয়ার জন্য ১৬টি আন্তর্জাতিক দল নিয়ে এমন দুঃসময়ে বিশ্বকাপ আয়োজন করার খুব বেশি সম্ভাবনা আমি দেখিনা। তাছাড়া বিশ্বকাপ আপনি খালি মাঠে করতে পারেন না। কিন্তু আইপিএল দর্শক ছাড়াই করা যাবে কারণ তাদের টিভির দর্শক আছে। তারা দেখবেই। কিন্তু আইসিসির দর্শক প্রয়োজন আছে।

আইসিসির বড় একটি আয় আসে বৈশ্বিক ইভেন্টগুলো থেকে। আবার এটি একটি বৈশ্বিক আসর। ফলে আইসিসিও চাইবে না খালি মাঠে হোক বিশ্বকাপ। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ সালেই হওয়ার সম্ভাবনা এখন সবচেয়ে বেশি। আর অক্টোবরে হবে আইপিএল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App