×

আন্তর্জাতিক

যেসব দেশ এখনো করোনামুক্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২০, ১১:০৯ এএম

যেসব দেশ এখনো করোনামুক্ত

ওসেনিয়া

প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্তের সঙ্গে বাড়ছে, বাড়ছে মৃতের সংখ্যা। তবে বিশ্বের এখনও কয়েকটি দেশে করোনার থাবা পড়েনি। এশিয়া, আফ্রিকা, ওশেনিয়া মহাদেশের ১৫টি দেশ এখনো করোনামুক্ত বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট।

এশিয়ার উত্তর কোরিয়া, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এখনো করোনামুক্ত আছে। উত্তর কোরিয়ায় লকডাউন জারি না করা হলেও চীন, রাশিয়া, দক্ষিণ কোরিয়ার সঙ্গে সীমান্তে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে।

এদিকে তাজিকিস্তান লকডাউন করা হয়েছে। তবে জনসমাবেশে কোনো ধরনের নিষেধাজ্ঞা ছিল না দেশটিতে। অন্যদিকে তুর্কমেনিস্তান শুরু থেকেই অযোগ্য স্বাস্থসেবার জন্য পরিচিতি। তবে সেখানেও মেলেনি করোনা রোগী।

আফ্রিকার লেসোথো এবং কোমোরোস দেশ দুটিতেও মেলেনি কোনো করোনাভাইরাসের রোগী। ওশেনিয়ার কিরিবাতি, টুভ্যালু, টংগা, সামোয়া, মার্শাল, স্যালেমন, নাউরু, পালাও, ভানুয়াতু এবং সংযুক্ত রাষ্ট্র মাইক্রোনেশিয়া দ্বীপপুঞ্জে করোনা আঘাত হানেনি। এদের মধ্যে বেশিরভাগ দেশেই আগে থেকেই বন্ধ করা হয়েছে ফ্লাইট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App