×

জাতীয়

করোনাকালে ভাড়াটিয়া তাড়িয়ে গ্রেপ্তার বাড়িওয়ালা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২০, ১০:১৫ এএম

করোনাকালে ভাড়াটিয়া তাড়িয়ে গ্রেপ্তার বাড়িওয়ালা

গ্রেপ্তার বাড়িওয়ালা

করোনাকালে ভাড়াটিয়া তাড়িয়ে গ্রেপ্তার বাড়িওয়ালা

গ্রেপ্তার বাড়িওয়ালা

করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়ে ভাড়া দিতে না পারায় ঝড়ের রাতে তিন শিশুসহ এক দম্পতিকে বাসা থেকে বের করে দেওয়ার ঘটনায় বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে র‌্যাব।  মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে ধানমন্ডি থেকে বাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হলেন নূর আক্তার সম্পা। তবে তার স্বামীকে পাওয়া যায়নি।

র‍্যাবের তথ্যে জানা গেছে, কলাবাগানের একটি বাসায় ছয় মাস আগে তিন সন্তানসহ ভাড়াটিয়া হিসেবে উঠেছিলেন হোসেন ও কুলসুম দম্পতি। হোসেন একটি দোকানে কাজ করতেন। করোনাভাইরাসের কারণে বেকার থাকায় এক মাসের ভাড়া দিতে পারছিলেন না তিনি। তবে ভাড়া না দিতে পাড়ায় তাদের বাড়ি ছেড়ে দিতে বলা হয়। অনেক অনুনয় করলেও তাদের কোনো কথা শোনেননি তারা। বরং ১৮ এপ্রিল ঝড়ের রাতে জোর করে তিন শিশুসহ তাদের বের করে দেয়া হয়। সে সময় বাড্ডায় এক স্বজনের বাসায় ঠাঁই নেয় তারা। পরদিন পুলিশ ও র‌্যাব বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে বাড়ির মালিকের সঙ্গে কথা বলেন। কিন্তু তাতেও কাজ না হওয়ায় ওই দম্পত্তি কলাবাগান থানায় একটি মামলা করেন। এরপর থেকে বাড়ির মালিক ও তার স্বামীকে খুঁজছিল আইনশৃঙ্খলাবাহিনী। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২১ এপ্রিল) র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মেজর এইচ এম পারভেজ আরেফিনের নেতৃত্বে গ্রেপ্তার হন শম্পা।

র‍্যাবের এ কর্মকর্তা জানান, তাকে কলাবাগান থানায় সোপর্দ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App