×

সারাদেশ

ইউএনও'র ত্রাণ তহবিলে ১০ হাজার টাকা দিলেন ভিক্ষুক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২০, ১১:৫৩ এএম

ইউএনও'র ত্রাণ তহবিলে ১০ হাজার টাকা দিলেন ভিক্ষুক

ইউএনও'র হাতে টাকা তুলে দেন নাজিম উদ্দিন

শেরপুরের ঝিনাইগাতীতে করোনা ভাইরাস প্রতিরোধে গঠিত ইউএনও'র ত্রাণ তহবিলে ১০ হাজার টাকা দান করলেন এক ভিক্ষুক। ওই ভিক্ষুকের নাম নাজিম উদ্দিন (৮০)। তার বাড়ি উপজেলার কাংশা ইউনিয়নের গান্দিগাঁও গ্রামের বাসিন্দা। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহামুদের হাতে ওই টাকা তুলে দেন। ভিক্ষুক নাজিম উদ্দিনকে ত্রাণ দেয়ার উদ্দেশ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকালে কয়েকজন স্বেচ্ছাসেবক তার বাড়িতে আসে। এ সময় স্বেচ্ছাসেবকরা নাজিম উদ্দিনের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি চান। নাজিম উদ্দিন স্বেচ্ছাসেবকদের বলেন, আমার ত্রাণ লাগবে না। আমি ভিক্ষা করে একটি ঘর দেয়ার জন্য তিল তিল করে ১০ হাজার টাকা জমিয়েছি। এ টাকা আমি ত্রাণ তহবিলে দিতে চাই। তিনি বলেন, আমার বয়স হয়েছে। যে কোনো সময় মরে যেতে পারি। আমি ঘর দিয়া কি করবো। এ বলে ওই স্বেচ্ছাসেবকদের সঙ্গে নাজিম উদ্দিন ইউএনও অফিসে আসেন। তখন ইউএনও অফিসে না থাকায় তিনি ইউএনও'র সন্ধানে বের হন। উপজেলার বাতিয়াগাঁও এসে ইউএনও'র হাতে ১০ হাজার টাকা তুলে দেন নাজিম উদ্দিন। ঘটনাটি এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোচনার ঝড় তুলে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App