×

আন্তর্জাতিক

ঈদে গ্রামে যাওয়া নিষেধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২০, ০৩:৩৫ পিএম

ঈদে গ্রামে যাওয়া নিষেধ

ইন্দোনেশিয়া

ঈদে গ্রামে যাওয়া নিষেধ

বালিগ্রাম, ইন্দোনেশিয়া

ঈদে গ্রামে যাওয়া নিষেধ

ঈদকে কেন্দ্র করে রমজানে শহর থেকে গ্রামে যাওয়ায় নিষেধাজ্ঞা এনেছে ইন্দোনেশিয়া। দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেছেন, রমজান মাসের শেষে ইন্দোনেশিয়ার মুসলিমরা গণহারে যেভাবে শহর থেকে গ্রামে যান সেটা এবার বাতিল হচ্ছে। এই ঘোষণা দেয়ার আগেই প্রায় ১০ লাখ মানুষ জাকার্তা ছেড়েছেন।

বিশেজ্ঞরা বলছেন, ইন্দোনেশিয়ায় বিশ্বের সবচেয়ে বেশি মুসলমান বসবাস করে। সেখানে এটা ভাবা অসম্ভব যে কেউ ঈদে বাড়ি না গিয়ে শহরেই থাকবেন। তবে সরকার এটা ঘোষণা দিতে দেরি করে ফেলেছে।

দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৭৬০। অপরদিকে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫৯০ জন এবং ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৭৪৭ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App