×

আন্তর্জাতিক

ইতালিতে প্রথমবারের মতো কমেছে আক্রান্তের সংখ্যা

Icon

nakib

প্রকাশ: ২১ এপ্রিল ২০২০, ০৩:৩৮ পিএম

ইতালিতে প্রথমবারের মতো কমেছে আক্রান্তের সংখ্যা

ইতালি

ইতালিতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর প্রথমবারের মতো আক্রান্ত রোগীর সংখ্যা হ্রাস পাওয়ায় নতুন করে আশা জাগাচ্ছে দেশটির জনগণের মাঝে। ইতালি কর্তৃপক্ষ বলছে সোমবার (২০এপ্রিল) দেশটির হাসপাতালে অথবা বাড়িতে ১ লাখ ৮ হাজার ২৩৭ জন চিকিৎসাধীন ছিলেন। যা আগেরদিনের তুলনায় ২০ জন কম। এটি একটি ছোট পরিবর্তন হলেও ইতিবাচক উন্নতি বলছে কর্তৃপক্ষ। রবিবার ১৯ (এপ্রিল) দেশটিতে করোনা রোগী বৃদ্ধি পেয়েছিল মাত্র ৪৮৬ জন।

দেশটিতে ৩ মে পর্যন্ত লকডাউন জারি থাকলেও কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। বইয়ের দোকান, স্টেশনারি দোকান এবং বাচ্ছাদের পোশাকের দোকান খুলে দিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি দেখছে সরকার।

উল্লেখ্য, ইতালিতে যুক্তরাষ্ট্র ও স্পেনের পর বিশ্বের তৃতীয় সর্বোচ্চ করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ২৪ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পড়ে ধারণা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App