×

সারাদেশ

আনোয়ারায় উৎপাদিত দুধ নিয়ে বিপাকে খামারিরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২০, ০১:৩৫ পিএম

আনোয়ারায় উৎপাদিত দুধ নিয়ে বিপাকে খামারিরা

গরুর খামার/ ছবি: প্রতিনিধি

আনোয়ারায় উৎপাদিত দুধ নিয়ে বিপাকে খামারিরা

স্মারকলিপি। ছবি: প্রতিনিধি

করোনাভাইরাসের চলমান সংকটে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ২ শতাধিক খামারিরা উৎপাদিত দুধ নিয়ে বিপাকে পড়েছেন। মিষ্টির দোকান ও চা স্টল বন্ধ থাকায় খুচরা দুধের চাহিদা কমে গেছে। এ অবস্থায় খামারিরা খোলাবাজারে স্বল্প মূল্যে দুধ বিক্রি করতে বাধ্য হচ্ছেন। খামারিদের বাঁচাতে প্রণোদনাসহ বিভিন্ন দাবিতে প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে স্মারকলিপি দিয়েছেন অ্যাসোসিয়েশন।

আনোয়ারা উপজেলার বটতলী, বারশত, জুঁইদন্ডী, আনোয়ারা সদর,বরুমচড়া, চাতরীসহ ইউনিয়নের বিভিন্ন গ্রাম-গঞ্জে প্রায় ২ শতাধিক ডেইরি খামার রয়েছে। প্রতিটি খামারি তাদের বাড়িতে দুগ্ধ উৎপাদনকারী গাভী লালন পালন করেন। চাতরী ইউনিয়নের খামারি নুরুল হুদা বলেন, করোনাভাইরাসের প্রভাবে হঠাৎ করেই বাজারে গরুর খাদ্যের দামও বেড়ে গেছে। দুধ উৎপাদন হলেও বিক্রি করা যাচ্ছে না। আমাদের আত্মীয়-স্বজনের বাড়িতে দুধ পাঠিয়ে দিচ্ছি। কিছু দুধ এলাকায় ২৫ থেকে ৩০ টাকা কিজে বিক্রি করছি আমরা। এতে লোকসানের মুখে পড়ছি। এ অবস্থায় সরকারের সহযোগিতা কামনা করছি।

[caption id="attachment_216188" align="aligncenter" width="312"] স্মারকলিপি। ছবি: প্রতিনিধি[/caption]

আনোয়ারা ডেইরী ফার্মার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. তানভীল হাসান জানান, উপজেলায় প্রায় ২ শতাধিক খামারি দুধ উৎপাদন করে থাকে। করোনার প্রভাবে বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকায় উৎপাদিত দুধ নিয়ে খামারিরা বিপাকে পড়েছে।

আনোয়ারা ডেইরী ফার্মার্স এ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী বলেন, করোনার ভাইরাসের অজুহাত দেখিয়ে গো-খাদ্য পরিবহন সংকটের কারণে অতিরিক্ত দামে বিক্রি করায় প্রান্তিক খামারিরা বিপাকে পড়েছে। ডেইরী খামারিদের বাঁচানোর জন্য প্রাণি সম্পদ অধিদপ্তরের মাধ্যমে সরকারের কাছে ভুর্তকি ব্যবস্থার দাবি জানাচ্ছি। তাই আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি দিয়েছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App