শ্রমিকসঙ্কট: ধানকাটা-মাড়াই সব করছে ছাত্রলীগ!

আগের সংবাদ

ত্রাণ বিতরণের নামে বৈষম্য করা চলবে না

পরের সংবাদ

এবার ভারতের রাষ্ট্রপতি ভবনে করোনার হানা

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২০ , ১:১৩ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ২১, ২০২০ , ৮:১৬ অপরাহ্ণ

করোনা ভাইরাসের প্রভাবে বিপর্যস্ত গোটা বিশ্ব। এরই মধ্যে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কভিন্দকে করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। তাছাড়া রাষ্ট্রপতির সকল পোগ্রাম ও শিডিউল স্থগিত করা হয়েছে।

গত ১৮ মার্চ রাষ্ট্রপতি ভবনে উত্তর প্রদেশ ও রাজস্থান এমপিদের নিয়ে একটি নাস্তার আয়োজন করা হয়। সেখানে অংশ নিয়েছিলেন বিজেপির সুশান্ত সিং। যিনি করোনা আক্রান্ত শিল্পি কানিক কাপুরের একটি পার্টিতে অংশ নিয়ায় নিজেই আইসোলেশনে আছেন বলেন ঘোষণা দেন। আইসোলেশনে যাওয়ার আগে  তিনি প্রেসিডেন্ট ভবনে প্রবেশ করায় সেখানেও করোনা আতঙ্ক দেখা দেয়।

কনিকা কাপুরের পার্টিতে অংশ নেয়া সুশান্ত সিংয়ের মা রাজস্থানের সাবেক মন্ত্রীও আইসোলেশনে রয়েছেন। সুশান্তে সেলফ আইসোলেশনের ঘোষণার পর অনেক এমপিরা আইসোলেশনে চলে যান।

নকি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়