×

প্রবাস

সৌদিতে করোনায় আক্রান্ত ৮২ শতাংশ প্রবাসী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ০১:০৪ পিএম

সৌদিতে করোনায় আক্রান্ত ৮২ শতাংশ প্রবাসী

ছবি: প্রতিনিধি

সৌদি নাগরিক ও সৌদিতে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে দেশটিতে এই পর্যন্ত ১৮০,০০০ এরও বেশি মানুষকে করোনা ভাইরাসের পরীক্ষা করা হয়েছে।

দেশজুড়ে বিভিন্ন শীর্ষস্থানীয় ল্যাবরেটরি প্রতিষ্ঠান গুলোতে কভিড-১৯ ভাইরাসের পরীক্ষা করা হয় বলে জানান সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. আল-আবদ আল-অলি। মুখপাত্র বলেন, আমরা পলিমারেজ চেইন বিক্রিয়া (পিসিআর) দ্বারা কোভিড-১৯ পরীক্ষা গ্রহণ করি যাতে করে ভাইরাসটির উচ্চ নির্ভুলতার সাথে সনাক্ত করতে পারি।

গত রবিবার ২৪ ঘন্টাই সৌদি আরবে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১০৮৮ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৩৬২জন। ৫ জন নিয়ে সর্বমোট মারা গেছেন ৯৭ জন।

দেশটিতে করোনায় নতুন আক্রান্তের মধ্যে ৮২% প্রবাসী। যা গত দুইদিনে ৮৯২টি জনবহুল এলাকা গুলোতে কোভিড-১৯ পরীক্ষায় ধরা পড়ে বলে জানিয়েছেন আল-এলি হাসপাতাল কর্তৃপক্ষ। জনসংখ্যার ঘনত্ব, আবাসন ইউনিটগুলির সংখ্যা, কার্যকর মিথস্ক্রিয়া এবং সেই অঞ্চলে ধরা পড়া রোগীর সংখ্যা অনুসারে ঐ অঞ্চলে পরীক্ষার সময়কাল নির্ধারণ করে আরো কয়েক সপ্তাহ পরীক্ষা করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App