×

স্বাস্থ্য

মাস্ক নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সতর্ক করলেন প্রধানমন্ত্রী

Icon

nakib

প্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ০৪:২৬ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনো বিভিন্ন জেলার সাথে ভিডিও কলে কথা বলার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে পিপিই ও মাস্কের সরবরাহ নিয়ে খোঁজ-খবর নেন। এ সময় তিনি জানতে চান যারা মাস্ক সরবরাহ করছের তারা কি সঠিক মাস্ক সরবরাহ করছেন কিনা। এটা দেখা উচিত বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, আমি লাইভে সব কথা বল চাই না।

একপর্যায়ে প্রধানমন্ত্রী বলেন আমি মন্ত্রীর কাছে ছবি পাঠিয়েছি। মহানগর হাসপাতালে এন-৯৫ এর যে মাস্ক দেয়অ হয়েছে সেগুলো সঠিকভাবে দেওয়া হয়নি। বাইরে লেখা ছিল এন-৯৫, আসলে এটা এন-৯৫ না। আপনারা এটা দেখবেন। অমি মন্ত্রীকে তথ্য দিয়েছে।

এ সময় স্বাস্থ্য মন্ত্রণালক থেকে বলা হয় তাদের ভুল ত্রুটি থাকতে পারে। তখন প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন যে, এখানে লাইভ চলছে। সব বলতে চাই না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App