×

রাজধানী

জেলাতে ত্রাণ বিতরণের মনিটরিংয়ে দায়িত্বে ৬৪ সচিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ০৬:৫৪ পিএম

জেলাতে ত্রাণ বিতরণের মনিটরিংয়ে দায়িত্বে ৬৪ সচিব

বাংলাদেশ সরকার।

করোনা ভাইরাসের কারণে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ মনিটরিংয়ের জন্য ৬৪ সচিবকে দায়িত্ব দিয়েছে সরকার।  সোমবার (২০ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সিনিয়র সচিব ও সচিবদের মধ্যে সমন্বয় করে এই মনিটরিংয়ের দায়িত্ব দিয়ে আদেশ জারি করা হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত সচিবরা সমন্বয় কাজে তার মন্ত্রণালয়/ বিভাগ/ দফতর/ সংস্থার উপযুক্তসংখ্যক কর্মকর্তাকে সম্পৃক্ত করতে পারবেন বলে আদেশে বলা হয়েছে। সারাদেশে কর্মহীন ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণের নানা অনিয়মের প্রেক্ষিতে এই আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়, নিয়োগ করা কর্মকর্তারা জেলার সংসদ সদস্য, জেলা পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ ও প্রয়োজনীয় সমন্বয়সাধন করে করোনা সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রম পরিচালনার কাজ তত্ত্বাবধান ও পরিবীক্ষণ করবেন।

আদেশে আরো বলা হয়, সমন্বয়ের মাধ্যমে প্রাপ্ত সমস্যা/চ্যালেঞ্জ অথবা অন্যবিধ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/দফতর/সংস্থাকে লিখিতভাবে জানাবেন এবং মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়কে নিয়মিত অবহিত করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App