×

স্বাস্থ্য

করোনায় নতুন মৃত্যু ১০, আক্রান্ত ৪৯২, পরীক্ষা ২৭৭৯

Icon

nakib

প্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ০২:৪৪ পিএম

গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ১০ জনের এবং আক্রান্ত হয়েছে আরো ৪৯২ জন। ২৭৭৯  জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্তের এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ফলে দেশে মোট মৃত্যু হয়েছে ১০১ জনের এবং মোট আক্রান্ত হয়েছে ২ হাজার ৯৪৮ জন। নতুন করে ১০ জন সুস্থ্য হওয়ায় মোট সুস্থ্য হয়ে বাড়ি গেছেন ৮৫ জন। সব মিলিয়ে দেশে  মোট পরীক্ষা করা হয়েছে ২৬ হাজার ৬০৪ জনের। সোমবার (২০ এপ্রিল) দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে  স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তার সঙ্গে ছিলেন অধিদফতরের কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল্লাহ। নতুন আক্রান্তদের মধ্যে বেশিরভাগ গাজীপুরের মানুষ বলে জানানো হয়েছে। এর পরে দ্বিতীয় আক্রান্তের হার কিশোরগঞ্জে এবং তৃতীয় অবস্থানে রয়েছে নরসিংদী জেলা। এর আগে গতকাল রবিবার ( ১৯ এপ্রিল)  মোট শনাক্ত হয়েছিল ৩১২ জন এবং মৃত্যু হয়েছিল ৭ জনের।    

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App