×

আন্তর্জাতিক

লকডাউনের মধ্যেই বিক্ষোভে উত্তাল ব্রাজিল

Icon

nakib

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ০৭:০৪ পিএম

লকডাউনের মধ্যেই বিক্ষোভে উত্তাল ব্রাজিল

ব্রাজিলে বিক্ষোভ

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বুলসোনারু দেশটিতে আরোপিত লকডাউনের বিরোধীতা করার পরেই ব্রাজিলের বিভিন্ন শহরে শত শত মানুষ লকডাউনের বিরুদ্ধে গাড়ি নিয়ে বিক্ষোভে নেমে পড়েন। বিক্ষোভকারীরা ট্রাক, গাড়ি ও মটরসাইকেল নিয়ে পতাকা হাতে রিও ডে জেনেরিও, সাও পাউলো এবং ব্রাজিলিয়া শহরের রাস্তায় হর্ণ বাজাতে থাকে। এ সময় তারা লকডাইন দেয়ায় গভর্নরদের পদত্যাগও দাবি করেন।

করোনা ভাইরাসে লকডাউনের ফলে ভাইরাসের চেয়ে বেশি অর্থনীতির ক্ষতি হবে দাবি করে লকডাউনের বিরোধীতা করে বুলসোনারু। লকডাউন জারি করা দেশটির স্বাস্থ্যমন্ত্রীকে বহিষ্কার করার একদিন পরেই বুলসোনারুর পক্ষে এমন বিক্ষোভের ঘটনা ঘটলো। বারবার ব্রাজিলের অর্থনীতি আবার চালু করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বুলসোনারু।

উল্লেখ্য, ব্রাজিলে লাটিন আমেরিকার সবচেয়ে বেশি প্রায় ৩৬ হাজার ৫০০ মানুষ আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ২ হাজার ৩৪৭ জনের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App