×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে লকডাউনের পক্ষে-বিপক্ষে ব্যাপক বিক্ষোভ

Icon

nakib

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ০৩:১৪ পিএম

যুক্তরাষ্ট্রে লকডাউনের পক্ষে-বিপক্ষে ব্যাপক বিক্ষোভ

যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

করোনা ভাইরাসের বিপর্যস্ত গোটা যুক্তরাষ্ট্র। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের টেক্সাসে হাজার হাজার মানুষ ঘরে অবস্থানের নির্দেশ অমান্য করে লকডাউন বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছে। অন্যদিকে মাটিতে মানুষের প্রতীকী লাশ রেখে ট্রাম্পের বিরোদ্ধে পাল্টা আরেক বিক্ষোভে অংশ নেয় কয়েশ’ মানুষ।

[caption id="" align="alignnone" width="962"]Activists with Refuse Fascism protested President Trump's COVID-19 response in front of  Trump International Hotel & Tower New York প্রতীকী লাখ রেখে বিক্ষোভ[/caption]

অস্টিন রাজ্যেও ট্রাম্পের লকডাউনের সমর্থন করে কয়েশ মানুষ বিক্ষোভে অংশ নেয়। তাছাড়া ট্রাম্পের স্বাস্থ্য উপদেষ্টা ডা. ফাওসি লকডাউনের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ফাওসির বিরেুদ্ধে তারা স্লোগান দেয়। লকডাউনের পক্ষে বেশ কয়েকবার ট্রাম্পের বক্তব্যের পর এমন বিক্ষোভের ঘটনা ঘটলো। তাছাড়া ট্রাম্প তার স্বাস্থ্য উপদেষ্টার পরামর্শ উপেক্ষা কবে প্রতিনিয়ত নিত্য নতুন সিদ্ধান্ত নিচ্ছেন।

Pictured: A demonstrator holds a sign at the Virginia State Capitol on Thursday while protesting the coronavirus lockdown

করোনা মহামারির মধ্যেই আগামী সপ্তাহে প্রথম রাজ্য হিসেবে টেক্সাস খুলে দেয় হবে বলেও জানানো হয়। শুক্রবার থেকেই বিক্রেতারা তাদের দোকান খুলতে পারবেন বলেও জানানো হয়।

গত কয়েকদিনে লকডাউনের পক্ষে-বিপক্ষে বেশ কয়েকটি গণজমায়েত হয়েছে দেশটিতে। যদিও এখনো পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App