×

খেলা

পৃথিবী ধ্বংস হয়ে যাবে তাই খেলা থেকে অবসর!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ১০:৩৮ পিএম

পৃথিবী ধ্বংস হয়ে যাবে তাই খেলা থেকে অবসর!

১৯৯৮ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হয় ইংল্যান্ড ও আর্জেন্টিনা। সে ম্যাচটিতে ইংল্যান্ডকে পেনাল্টিতে হারিয়ে বিদায় করে দেয় আর্জেন্টিনা। আর আর্জেন্টিনাকে জয় পেতে সবচেয়ে বেশি সহায়তা করেন গোলরক্ষক কালোর্স রোয়া। নিজের দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে সকলের নজর কাড়েন তিনি। শুধু তাই নয় এ জন্য শতাব্দীর সেরা গোলরক্ষক এর খেতাবও দেয় তাকে।

১৯৯৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান গোলরক্ষক পিটার দল ছেড়ে চলে যান। আর এ কারণে রোয়াকে আনতে চেয়েছিল ক্লাবটি। কিন্তু রোয়া ম্যানইউর সেই প্রস্তাব ফিরিয়ে দেন। রোয়া ওই সময় খেলতেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাল্লরকায়। ম্যানইউর মত ক্লাবের প্রস্তাব পেয়েও তিনি ফিরিয়ে দেয়ায় অবাক হয়েছিলেন অনেকেই। তবে সেসময় জানা যায়নি ঠিক কী কারণে তিনি এমন লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। তবে দীর্ঘদিন পর সেই কারণ জানিয়েছেন তিনি। ইংলিশ সংবাদ মাধ্যম ডেইলি মিররের সঙ্গে এক আলাপচারিতায় তিনি জানান, ওই সময় আমি আসলে খুব ধার্মিক ছিলাম। আর তখন আমি বিশ্বাস করতাম ২০০০ সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আর শুধুমাত্র এই বিশ্বাসের কারণেই আমি তখন ম্যানচেস্টার ইউনাইটেডের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম। আর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম তাই খেলা ছেড়ে দিব। রোয়া সত্যি সত্যি মাত্র ৩০ বছর বয়সে খেলা ছেড়ে দিয়েছিলেন। তবে রোয়ার ভুল পরবর্তীতে ঠিকই ভেঙেছিল। কিন্তু ততদিনে দেরি হয়ে যায়। তিনি ১ বছর না পেরোতেই অবসরের সিদ্ধান্ত ভেঙে আবার ফুটবল খেলায় ফেরেন। কিন্তু এরপর তিনি আর নিজের পারফরম্যান্স ধরে রাখতে পারেননি। ফলে দুই ক্লাবে তার ওপর থেকে আস্থা হারিয়ে ফেলে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App