×

খেলা

নতুন দল ঘোষণা করেছে বিসিসিআই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ০৫:১৮ পিএম

নতুন দল ঘোষণা করেছে বিসিসিআই
করোনা ভাইরাস এর আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। প্রাণঘাতী এ ভাইরাসকে আর অবহেলা করার উপায় নেই। সপ্রতি ভারতীয় উপমহাদেশেও আক্রমণ করেছে করোনা ভাইরাস। এমন মহামারিতেও সচেতন না ভারতের সাধারণ মানুষ। তাই তাদের সচেতন করতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নতুন দল ঘোষণা করেছে। তার নাম দেয়া হয়েছে 'টিম মাস্ক ফোর্স'। বিসিসিআইয়ের গঠিত এই দলে ভারতের সাবেক ও বর্তমান তারকার ক্রিকেটাররা আছেন। যেখানে বর্তমান অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে আছেন রোহিত শর্মা। আর প্রাক্তনদের মধ্যেও আছেন কিংবদন্তী শচিন টেন্ডুলকার, বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি, সাবেক কিংবদন্তী ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়, বিশ্বকাপজয়ী স্পিনার হরভজন সিং, বীরেন্দ্র শেবাগরাও। তাদের সবাইকে নিয়ে বিসিসিআইয়ে উদ্যোগে একটি ভিডিও বার্তা তৈরি করা হয়েছে। যেখানে ভিডিও বার্তায় কোহলি বলেন, ‘ভারতের ক্রিকেট দলে খেলাটা আমার জন্য অনেক বড় একটি ব্যাপার। কিন্তু আজকে আমরা আরো বড় একটি দল গঠন করতে যাচ্ছি তা হলো ‘টিম মাস্ক ফোর্স’।' শচিন বলেন, 'চলো ইন্ডিয়া মাস্ক পরে ‘মাস্ক ফোর্স’র সদস্য হয়ে যাও। আর মনে রাখবে একটু পর পরই কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাত ধুতে হবে।' এর এছাড়া রোহিত শর্মা বলেন, ‘আমাদের 'মাস্ক ফোর্স'র সদস্য হওয়া খুব সহজ। কেবল মুখে মাস্ক পরে আমাদের দলে যোগ দাও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App