×

সারাদেশ

সুনামগঞ্জে বজ্রপাতে ৪ কৃষকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ০২:৫৫ পিএম

সুনামগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। এরা সবাই কৃষি কাজ করেন। শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় পৃথকভাবে এই বজ্রপাতের ঘটনা ঘটে।

শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের শংকর সরকার (২২) ধান নিয়ে নারায়নপুর গ্রামের রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। জগন্নাথপুর উপজেলায় বাউধরণ গ্রামের পার্শ্ববর্তী হাওরে গরু নিয়ে যাবার সময় শিপন মিয়া (৩৩) নামের এক কৃষককের মৃত্যু ঘটেছে। এখানে বজ্রপাতে একটি গরুও মারা গেছে।

জেলার দিরাই উপজেলার সড়মঙ্গল হাওরে তাপস মিয়া নামের এক ধান কাটার শ্রমিকের মৃত্যু হয়েছে। সে হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলার বাসিন্দা। অন্যদিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দেখার হাওরে বজ্রপাতে আরেক কৃষকের মৃত্যু হয়েছে। বজ্রপাতে মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App