×

জাতীয়

মাস্ক পরে ব্যতিক্রমী সংসদ অধিবেশনে এমপিরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ০৫:৫৩ পিএম

করোনা মহামারীর কারণে সৃষ্ট পরিস্থিতিতে ব্যতিক্রমী সংসদ অধিবেশন শুরু হয়েছে। সব সংসদ সদস্যই মাস্ক পরে, সামাজিক দূরত্ব বজায় রেখে অধিবেশনে অংশ নিয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৫টায় শুরু হয় একাদশ জাতীয় সংসদের সপ্তম অধিবেশন।

সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় বাছাইকৃত এমপিদের নিয়ে সম্ভব সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে এটি শুরু হয়। অধিকাংশ এমপি মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে অধিবেশনে বসেছেন।

সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবেশনে অংশ নিয়েছেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন স্থায়ী হবে ঘণ্টাখানেক।

তরুণ ও ঢাকায় অবস্থান করছেন এমন এমপিদের সংসদে অংশগ্রহণে উৎসাহিত করা হয়েছে। তাছাড়া সংসদ সদস্যদের অধিবেশন কক্ষে বসার সময় সামাজিক দূরত্ব নিশ্চিত করা হয়েছে।

এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ কার্যদিবসের মধ্যে আবার সংসদ বসার বাধ্যবাধকতা সংবিধানে রয়েছে। সর্বশেষ ষষ্ঠ অধিবেশন শেষ হয়েছিল ১৮ ফেব্রুয়ারি। সেই হিসেবে ১৮ এপ্রিল সংসদের অধিবেশনটি বসলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App