×

বিনোদন

মারা গেছেন পরিচালক-শিল্পনির্দেশক মহিউদ্দিন ফারুক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ১০:৪৫ এএম

মারা গেছেন পরিচালক-শিল্পনির্দেশক মহিউদ্দিন ফারুক

পরিচালক-শিল্পনির্দেশক মহিউদ্দিন ফারুক

খ্যাতিমান পরিচালক ও শিল্পনির্দেশক মহিউদ্দিন ফারুক আর নেই। বনানীর বাসায় অচেতন অবস্থায় পড়ে ছিলেন তিনি। জ্বর, সর্দি-কাশির ছিল বলে স্বজনরা দ্রুত তাঁকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে হাসপাতালে নেওয়ার পরই চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

ছোট ছেলে নাসিরুদ্দিন ফারুক বলেন, বাবা ভালোই ছিলেন। কিছুদিন আগে জ্বর আসে। এরপর ভালো হয়ে যান। আব্বা যেহেতু হার্টের রোগী, তিনি আলাদা থাকতেন। বাসার সবাই সাবধানতা মেনে চলতেন। শুক্রবার সকালে বাবার রুমে গিয়ে দেখলাম, স্ট্রোক করেছেন। এরপর দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা বাবাকে মৃত্যু ঘোষণা করেন।

মহিউদ্দিন ফারুক স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ আত্মীয়স্বজন এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। শিল্পনির্দেশক মহিউদ্দিন ফারুক ১৯৪২ সালের ১ মার্চ ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পরিচালিত প্রথম ছবির ‘বিরাজ বউ’। তিনি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটেরও শিক্ষক ছিলেন।

শিল্পনির্দেশক হিসেবে মহিউদ্দিন ফারুকের প্রথম ছবিটি হচ্ছে ‘পুনম কি রাত’। এরপর একে একে তিনি কাজ করেন ‘লাঠিয়াল’, ‘মিন্টু আমার নাম’, ‘প্রতিজ্ঞা’, ‘বসুন্ধরা’, ‘ডুমুরের ফুল’, ‘নাজমা’, ‘সোহাগ মিলন’, ‘সারেং বউ’, ‘সুর্যদীঘল বাড়ি’, ‘সৎ ভাই’, ‘চাপা ডাঙার বউ’, ‘অভিযান’, ‘জনি’, ‘মান সম্মান’, ‘চ্যালেঞ্জ’, ‘নসিব’, ‘উছিলা’, ‘নিয়ত’, ‘দুখাই’, ‘মেঘলা আকাশ’, ‘পদ্মানদীর মাঝি’, ‘পিতা মাতা সন্তান’সহ আরো অনেক ছবিতে।

মহিউদ্দিন ফারুকের শিল্পনির্দেশনা দেয়া সর্বশেষ ছবি যৌথ প্রযোজনার ‘মনের মানুষ’। গৌতম ঘোষ পরিচালিত এই ছবির জন্যও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App