×

বিনোদন

পৃথিবী করোনামুক্ত হোক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ১২:৩৬ পিএম

‘দেশ এবং পৃথিবী করোনামুক্ত হোক’- এটাই এখন প্রত্যাশা। আমাদের দেশে তো দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছেই। এর জন্য অবশ্য আমরা নিজেরাই দায়ী, অসচেতনতা। অধিকাংশ মানুষই সচেতন না। আমার মনে হয়, কমপক্ষে ৭০ থেকে ৮০ শতাংশ মানুষ সচেতন না। আর এই সংকট শেষে আমি দেশের মানুষকে বলব, আমরা সবাই তো প্রকৃতির সন্তান। কিন্তু প্রকৃতির প্রতিই আমরা সবচাইতে বিরূপ আচরণ করছি। যখন যা খুশি অত্যাচার করেছি। আমি মনে করি, এই করোনা হলো প্রকৃতির এক ধরনের প্রতিশোধ। সেই জায়গা থেকে নিজেদের মতো করে স্বার্থপরতায় ডুবে যাওয়া মানুষকে করোনা এসে ভাবার সুযোগ করে দিয়েছে যে, তার জীবনে কোনটা ভুল, কোনটা পাপ, কোনটা অন্যায়?

এর আগে সেই চিন্তা করার সুযোগও ছিল না, আমরা এত ব্যস্ত! এখন সেই সুযোগটা এসেছে নিজের সঙ্গে নিজের হিসাব মেলানোর; এখন প্রত্যাশা থাকবে সেই পাপ, অন্যায়, প্রকৃতির সঙ্গে বৈরী আচরণগুলো কাটিয়ে সুস্থ-সুন্দর একটা পৃথিবী যেন আমরা গড়তে পারি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App