×

জাতীয়

পরামর্শের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে ফখরুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ০৩:২৫ পিএম

পরামর্শ দেওয়ার নামে মানুষের মধ্যে বিভ্রান্তি না ছড়ানোর জন্য মির্জা ফকরুলের প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এখন একমাত্র ফোকাসই হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। শনিবার (১৮মার্চ) সকালে তাঁর সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন।

মির্জা ফকরুলের টাস্কফোর্স গঠন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,এটা তাঁর রাজনৈতিক প্রপাগাণ্ডা ছাড়া আর কিছু নয়। তিনি বিএনপির মহাসচিবের কাছে জানতে চান যে তিনি টাস্কফোর্স গঠনের নামে কি বুঝাতে চেয়েছেন তা স্পষ্ট নয়।

ওবায়দুল কাদের আশাবাদ ব্যক্ত করে বলেন আমাদের সকলের সম্মিলিত প্রয়াস ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ নেতৃত্বে এই সংকট উত্তরণ সম্ভব। বিশ্ব স্বাস্থ্য সংস্হার স্বাস্হবিধি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দশনা মেনে চলার আহবান জানান ওবায়দুল কাদের।

ত্রাণ নিয়ে অনিয়মের কথা উঠেছে সত্য উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন কিছু সংখ্যক দুর্নীতিবাজ এই অপকর্মে জড়িত,তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্হা নিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App