×

জাতীয়

এ বাড়িতেই আত্মগোপনে ছিলেন খুনি মাজেদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ১২:৪৫ পিএম

এ বাড়িতেই আত্মগোপনে ছিলেন খুনি মাজেদ

বঙ্গবন্ধুর খুনি মাজেদ।

ছবিতে যে বাড়িটি দেখছেন কলকাতার পার্ক স্ট্রিটের বেডফোর্ড লেনের এই বাড়িতেই ১৯ বছর আত্মগোপনে ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে অন্যতম ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদ। দীর্ঘ ২৩ বছরের আত্মগোপন জীবনের ১৯ বছরই কাটিয়ে দিয়েছেন এই বাড়িতে। পরে ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করার পর ১১ এপ্রিল দিনগত রাত ১২টা ১ মিনিটে তার ফাঁসি কার্যকর করা হয়। প্রথমদিকে বেডফোর্ডের ঠিক কোন বাড়িতে আত্মগোপনে ছিলেন তা স্পষ্ট ছিল না। পরে স্থানীয়দের সহায়তায় নিশ্চিত হওয়া সম্ভব হয় তার সেই বাড়িটি সম্পর্কে। যদিও মাজেদের বাড়ির পাশের লোকটিও প্রথমে ছবি দেখে চেনেন না বলে জানান। খুনি মাজেদ যে বাড়িতে থাকতেন সে বাড়ির মালিকের নাম শফিক। বাড়িটি চারতলা। প্রতি তলায় চারটি করে রুম। বাইরে কোনো প্লাস্টার নেই, ইট খসে পড়ছে। ভেতরের অবস্থাও একই। সিঁড়ি বেয়ে দোতলায় উঠে দেখা যায় মাজেদ যেখানে থাকতেন সে রুমে তালা ঝোলানো। দরজায় আবার কলাপসিবল গেট। ভিতরেও পর্দা। বিয়ে করার আগে কলকাতার তালতলার একটি বাড়িতে ভাড়া থাকতেন খুনি মাজেদ। জরিনা বিবিকে বিয়ে করে এই চারতলা বাসায় ওঠেন। পরিবারের কেউই ওই পাড়ায় মেলামেশা করতেন না। খুব কম সময়ের জন্য বেরোতেন মাজেদ। বাসার গেটে সব সময় থাকতো তালা। বাইরের কেউ কোনোদিন বাসার ভেতরে যায়নি। পাশের রুমের ভাড়াটে দৌলত আলম জানান, কোনোদিন সেভাবে কথা বলতে দেখিনি। যাতায়াতের সময় সালাম ছাড়া কিছুই কথা হতো না। ঈদের সেমাই কোনোদিন দেয়া-নেয়া হয়নি। আমরা ভাবতাম, মহল্লার মুরুব্বি আদমি আছে তাই বেশি ঘাটাতাম না। এছাড়া বিভিন্ন ধর্মীয় কারণে চাঁদা চাইলে কোনোদিন নাও করেননি। আরো পড়ুন-

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App