×

আন্তর্জাতিক

মৃত্যুর মধ্যেই তিন ধাপে উঠে যাচ্ছে লকডাউন

Icon

nakib

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০, ১২:২১ পিএম

করোনা ভাইরাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে প্রতিনিয়ত মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। তবে সকল কিছু উপেক্ষা করে করোনা ভাইরাস প্রতিরোধে আরোপিত লকডাউন তুলে নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সামনের মানে তিনধাপে রাজ্যগেুলো সচল করতে নির্দেশনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বিভিন্নরাজ্যের গর্ভনরদের পরিস্থিতি মোকাবেলায সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন। দেশটিতে এখন পর্যণ্ত ৩২ হাজারের বেশি মানুষের মৃত্যু এবং প্রায় সাড়ে ৬ লাখের বেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে এতো সংখ্যক মানুষের মৃত্যুর মাঝেই কিছু কিছু রাজ্যকে এ মাসের মধ্যেই লকডাউন তুলে নেয়ার পরামর্শ দিচ্ছেন।

প্রথম ধাপে ১০ জনের বেশি মানুষিএকত্রিত হতে পারবে না এবং বিনা কারণে ভ্রমণ নিরুৎসাহিত করা হবে। এ পর্যায়ে স্কুলগুলো বন্ধ থাকবে। তবে সিনেমা হল, রেস্টুরেন্ট, জিম, স্টেডিয়াম খুলে দেয়া হবে।

দ্বিতীয় ধাপে ৫০ জনের বেশি মানুষের ভিড় এরিয়ে ছলতে বলা হয়েছে তবে স্কুল ও বারগুলো খুলে দেয়া হবে। সর্বশেষ তৃতীয় ধাপে কর্মক্ষেত্র থেকে সকল বিধি-নিষেধ তুলে দেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App