×

জাতীয়

গণমাধ্যমের সঙ্গে নার্সদের কথা বলতে মানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০, ১০:০৪ পিএম

গণমাধ্যমের সঙ্গে নার্সদের কথা বলতে মানা

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর

সরকারি হাসপাতালে কর্মরত নার্সরা গণমাধ্যমের সঙ্গে কথা বলা কিংবা বিবৃতি দিতে পারবেন না। এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তারের স্বাক্ষর করা আদেশ গত ১৫ এপ্রিল জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের আওতাধীন সব সরকারি কর্মকর্তা–কর্মচারীকে সরকারি চাকরিবিধি অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া জনসমক্ষে, সংবাদপত্রে বা অন্য কোনো গণমাধ্যমের সঙ্গে কোনো প্রকার আলোচনা, বিবৃতি বা মতামত প্রদান না করার নির্দেশ প্রদান করা হলো।

প্রসঙ্গত কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের একজন নার্স হাসপাতালের কর্মীদের খাদ্যসংকট নিয়ে একটি পোস্ট দেন। পোস্টে তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। নার্স নেতারা এ নিয়ে হাসপাতাল প্রশাসনের সঙ্গে কথা বলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App